Shakib Al Hasan

শাকিব-যুগ কি শেষ? তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে হয়তো শেষ হতে চলেছে শাকিব আল হাসানের যুগ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বৈঠকের পর তিন ফরম্যাটেই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে অন্য ক্রিকেটারকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩২
cricket

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

বাংলাদেশের ক্রিকেটে হয়তো শেষ হতে চলেছে শাকিব আল হাসানের যুগ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বৈঠকের পর তিন ফরম্যাটেই অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তের নাম ঘোষণা করা হয়েছে। একই দিনে প্রধান নির্বাচক পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন অধিনায়ক গাজি আশরফ হোসেন।

Advertisement

এত দিন পর্যন্ত তিনটি ফরম্যাটেই শাকিব বাংলাদেশের ‘ঘোষিত’ অধিনায়ক ছিলেন। তবে গত বছর বলে দিয়েছিলেন, এক দিনের বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না। শাকিবের চোটের জন্য বিশ্বকাপের দু’টি ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল। তার পর নিউ জ়িল্যান্ড সফরেও তিন ফরম্যাটে তিনিই অধিনায়ক ছিলেন। তাঁকেই এ বার পূর্ণ সময়ের অধিনায়ক করা হল।

বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, “নেতৃত্ব নিয়ে অনেক ক্ষণ আলোচনা হয়েছে আমাদের। সবার মত নিয়েই নাজমুলকে তিনটে ফরম্যাটের জন্য অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে।” পরের মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। সেটা দিয়েই নাজমুলের অধিনায়ক হিসাবে ইনিংস শুরু হচ্ছে।

এ দিকে, বাংলাদেশ বোর্ডের আগের নির্বাচক কমিটি থেকে মিনহাজুল আবেদিন এবং হাবিবুল বাশার বাদ পড়েছেন। মিনহাজুলের বদলে প্রধান নির্বাচক হয়েছেন গাজি। আর এক প্রাক্তন ক্রিকেটার হান্নান সরকারকে নির্বাচক কমিটিতে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement