Babar Azam

Babar Azam: স্বপ্ন উস্কে দিয়েছেন ভারতের কার্তিক, পূরণের লক্ষ্যে পাকিস্তানের বাবর

এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার বাবর। পাক অধিনায়কের লক্ষ্য এক সঙ্গে তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর হওয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৬:০২
বাবর আজম।

বাবর আজম। ফাইল ছবি।

সব ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর ব্যাটার হতে পারেন বাবর আজম। পাকিস্তানের ক্রিকেট অধিনায়কের ব্যাটিংয়ের ভক্ত দীনেশ কার্তিক দু’দিন আগেই এমন সম্ভাবনার কথা বলেছিলেন। কার্তিকের কথার সূত্র ধরেই বাবর জানিয়েছেন, সব ধরনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার হওয়াই স্বপ্ন তাঁর।

রাজনৈতিক কারণে দীর্ঘ দিন বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। আইসিসি বা এসিসি-র বহু দলীয় প্রতিযোগিতা ছাড়া মুখোমুখি হয় না দু’দেশ। ক্রিকেটীয় সম্পর্কে ছেদ পড়লেও ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব বা যোগাযোগ অটুট। দু’দেশের অনেক ক্রিকেটারই নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন।

Advertisement

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর বলেছেন, ‘‘খেলোয়াড় হিসেবে সব ধরনের ক্রিকেটে সেরা হওয়ার স্বপ্ন আমার আছে। সে জন্য লক্ষ্য স্থির রেখে এগোতে হবে। কঠোর পরিশ্রম দরকার। কোনও এক বা দু’ধরনের ক্রিকেটে সেরা হওয়ার মতো সহজ নয় বিষয়টা।’’ তিনি আরও বলেছেন, ‘‘তিন ধরনের ক্রিকেটেই সেরা হওয়ার জন্য ফিট এবং খেলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। আমাদের টানা ক্রিকেট খেলতে হয়। বিশ্রামের সুযোগ কম। এই ধকল নেওয়ার জন্য আরও বেশি ফিটনেস দরকার।’’

এই মুহূর্তে আইসিসি-র এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের ক্রম তালিকার শীর্ষে রয়েছেন বাবর। টেস্টের ক্ষেত্রে বাবর রয়েছেন ক্রমতালিকার পঞ্চম স্থানে। টেস্টে এটাই তাঁর ক্রিকেট জীবনের সেরা উত্থান। বাবর চান একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার হতে। পাক অধিনায়ক বলেছেন, ‘‘এই লক্ষ্য স্পর্শ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সাদা বলের ক্রিকেটে ভালই করছি। আমি আশাবাদী, টেস্ট ক্রিকেটেও সেরা জায়গায় পৌঁছতে পারব।’’

এত দিন বাবর নিজের এই লক্ষ্যের কথা তেমন ভাবে প্রকাশ্যে বলেননি। ভারতের উইকেটরক্ষক-ব্যাটারই তাঁর স্বপ্নকে উস্কে দিয়েছেন। ব্যাট হাতে সফল হওয়ার পাশাপাশি দেশকেও সফল ভাবে নেতৃত্ব দিচ্ছেন বাবর। তিনি বলেছেন, ‘‘অধিনায়ক হিসেবে যে কোনও সিরিজের আগে সব ম্যাচ জেতার লক্ষ্য থাকে আমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও আমরা কঠিন ক্রিকেট খেলে জিততে চেয়েছিলাম। সিরিজের শুরু থেকেই আমরা কর্তৃত্ব করতে চাই।’’

বাবরের মতে এখন দলগুলির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। নিজেদের দিনে যে কোনও দলই বিপক্ষকে বেগ দিতে পারে। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত স্বপ্ন আঁকড়ে ধরেই পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান বাবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement