Border Gavaskar Trophy

তর সইছে না স্মিথের, পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচ খেলেই মুখে রোহিতদের বিরুদ্ধে সিরিজের কথা

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে ব্যস্ত স্মিথ। কিন্তু তাঁর ভাবনায় টেস্ট ক্রিকেট। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২০:৪৬
picture of Steve Smith

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সাদা বলের সিরিজ় শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম এক দিনের ম্যাচে খেলেছেন স্টিভ স্মিথ। কিন্তু তাঁর নজর এখন টেস্ট ক্রিকেটে। বলা ভাল, বর্ডার-গাওস্কর ট্রফি খেলার জন্য তর সইছে না তাঁর।

Advertisement

পাকিস্তান সিরিজ়ের মাঝেই স্মিথের ভাবনায় ভারত। টেস্ট খেলতে তৈরি স্মিথ পারলে এখনও নেমে পড়েন মাঠে। প্রথম এক দিনের ম্যাচের পর স্মিথ বলেছেন, ‘‘আমি সম্পূর্ণ তৈরি। কালই টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়তে পারি। প্রস্ততি বেশ ভাল হয়েছে। ব্যাট হাতে স্বচ্ছন্দ লাগছে। আজ যেমন ইনিংসের প্রায় শুরুতেই ব্যাট করতে নামতে হয়েছে। কয়েকটা শট মারার চেষ্টা করলাম। ইনিংসটা বড় করতে পারিনি ঠিকই। তবে খেলতে কোনও সমস্যা হয়নি। বড় রান সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।’’

এক মাসের বেশি সময় পর আন্তর্জাতিক খেলতে নামা স্মিথ নিজের খেলায় সন্তুষ্ট। তিনি আরও বলেছেন, ‘‘গত সপ্তাহে খুব ভাল অনুশীলন করেছি। মনে হচ্ছে, ভাল জায়গায় আছি। পায়ের নড়াচড়া ঠিকঠাক হচ্ছে। ক্রিজ়ে সব কিছুই ঠিক মতো হচ্ছে। ব্যাটে-বলে সুন্দর সংযোগ হচ্ছে। তবে আরও কিছু ক্ষণ ২২ গজে কাটাতে পারলে ভাল লাগত।’’

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন স্মিথ। তৃতীয় ওভারে ব্যাট করতে নামতে হয় তাঁকে। এ দিন ৪৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন স্মিথ। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার।

আরও পড়ুন
Advertisement