Will Pucovsky retires

একটি মাত্র টেস্ট খেলে ২৭ বছর বয়সে অবসর অসি ক্রিকেটারের, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ভারতের বিরুদ্ধে ২০২০-২১ মরসুমে অভিষেক হয়েছিল পুকোভস্কির। তার পর থেকে আর একটি টেস্টও খেলেননি। হঠাৎ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অসি ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১২:৪৯
Will Pucovski

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। —ফাইল চিত্র

মাত্র ২৭ বছর বয়সে একটি টেস্ট খেলে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন এই তরুণ ক্রিকেটার। কনকাসনের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

Advertisement

ভারতের বিরুদ্ধে ২০২০-২১ মরসুমে অভিষেক হয়েছিল পুকোভস্কির। ২০২৪ সালের মার্চ মাসে শেফিল্ড শিল্ডের (অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা) একটি ম্যাচে মাথায় চোট পান। তাসমানিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে জোরে বোলার রাইলি মেরেডিথের বল এসে লাগে তাঁর হেলমেটে। তার পর থেকে আর একটি ম্যাচও খেলেননি। মাথায় লাগার পর দু’মাস ঠিক ভাবে হাঁটাচলাও পারেননি। এক বছর পরে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

‘মোশন সিকনেস’-এর সমস্যায় ভুগছেন পুকোভস্কি। মাথায় বল লাগার পর নিজের বাঁ দিকে দেখার ক্ষেত্রে সমস্যা শুরু হয়। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে পুকোভস্কি বলেন, ‘‘আরও অন্তত ১৫ বছর খেলতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর সম্ভব নয়। ওই ম্যাচের পর আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সেগুলো বেশ ভয় পাওয়ার মতো। এখন নিশ্চিন্ত বোধ করছি। কারণ, এটুকু জানি আর কখনও চোট পাব না মাথায়।’’

২০২০-২১ সালে বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় পুকোভস্কির। সেই ম্যাচে দুই ইনিংসে করেছিন ৬২ এবং ১০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬টি ম্যাচে ৭টি শতরান এবং ৯টি অর্ধশতরান করেছেন। আপাতত মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোচিং করাবেন, জানিয়েছেন পুকোভস্কি।

Advertisement
আরও পড়ুন