ICC ODI World Cup 2023

বিশ্বকাপ ফাইনালের আগে ভয় পাচ্ছেন প্যাট কামিন্স, অসি অধিনায়কের রাতের ঘুম কেড়ে নিয়েছেন কে?

রবিবার বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে চিন্তায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতের কোন ক্রিকেটার তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৭:০০
odi world cup

প্যাট কামিন্স। —ফাইল চিত্র

বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় দলের এক ক্রিকেটারকে নিয়ে চিন্তায় তিনি। সেই ক্রিকেটার বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, মহম্মদ শামি। ফাইনালে নামার আগে ভারতীয় পেসার কামিন্সের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।

Advertisement

ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে শামির কথা বলেন কামিন্স। তিনি বলেন, ‘‘শামিকে খেলা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এ বারের বিশ্বকাপে শামি যা বল করেছে তা যে কোনও প্রতিপক্ষের কাছে ভয়ের। সেমিফাইনালেই সেটা দেখা গিয়েছে। শামিকে নিয়ে আমরা চিন্তায় আছি।’’

চিন্তা করলেও শামির বিরুদ্ধে তাঁরা পরিকল্পনা করেই নামবেন বলে জানিয়েছেন কামিন্স। অসি অধিনায়ক বলেন, ‘‘আমরা চেষ্টা করব শামির বিরুদ্ধে ভাল খেলার। ওর জন্য আলাদা করে পরিকল্পনা করব। আশা করছি সেই পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পারব।’’

চলতি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় দল। ফাইনালে ওঠার পথে টানা ১০টি ম্যাচ জিতেছে তারা। দলের প্রত্যেকে ফর্মে রয়েছেন। ব্যাটিং, বোলিং সব কিছুতেই প্রতিপক্ষকে টেক্কা দিচ্ছেন রোহিতেরা। এই পরিস্থিতিতে আমদাবাদে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে ভারত। তবে তাদের সতর্কও থাকতে হবে। কারণ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে আরও এক বার নিজেদের সেরা খেলাটা খেলতে হবে রোহিতদের।

Advertisement
আরও পড়ুন