Ball Tampering Allegation Against India

ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগে মুখ খুলল অস্ট্রেলিয়া, ‘অবাধ্য’ ঈশান কি শাস্তি পাবেন?

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বল বিকৃতির অভিযোগ উঠেছে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে। সেই ঘটনায় এ বার বিবৃতি জারি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৩:১৬
cricket

ঈশান কিশন। মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। —ফাইল চিত্র।

বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বল বিকৃতির অভিযোগ উঠেছে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে বিতর্ক আরও বাড়িয়েছেন ঈশান কিশন। সেই ঘটনায় এ বার বিবৃতি জারি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

Advertisement

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, “বলের আকার খারাপ হয়ে যাওয়ায় বল বদলাতে হয়েছে। এই বিষয়ে দুই দলের ম্যানেজার ও অধিনায়ককে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল।” বল বিকৃতির বিষয়ে অবশ্য বিবৃতিতে কিছু জানানো হয়নি। আম্পায়ার তাঁর রিপোর্টে বল বিকৃতির জন্য ভারতীয় ক্রিকেটারদের দায়ী করেছেন। কিন্তু ভারতের কোনও ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়নি। ভারতের বিরুদ্ধে পেনাল্টি হিসাবে ৫ রানও দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এই বিবৃতি থেকে পরিষ্কার, বল বিকৃতি নিয়ে কোনও বিতর্ক আর বাড়াতে চাইছে না তারা।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাকে বেসরকারি টেস্ট খেলছে ভারত ‘এ’ দল। শনিবার ম্যাচের শেষ দিন ভারতীয় দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মাঠের অন্যতম আম্পায়ার শন ক্রেগ বল বিকৃতির অভিযোগ তুলেছেন। খেলা শুরুর সময় বলে একটি দাগ দেখতে পান ক্রেগ। দাগটি দেখে তাঁর মনে হয়, বলটি কোনও কিছুর সঙ্গে ঘষা হয়েছে। বল বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বল পরিবর্তন করার কথা বলেন তিনি।

আম্পায়ার ক্রেগের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দল। বল বিকৃতির অভিযোগ মানতে চাননি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আগের দিন খেলার শেষ পর্যন্ত এমন কোনও অভিযোগ ওঠেনি। অথচ শেষ দিন খেলা শুরুর আগে বল বিকৃতির অভিযোগ ওঠায় কিছুটা বিস্মিত হন তাঁরা। নিজের সিদ্ধান্তে অনড় থেকে ক্রেগ বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাতে মেজাজ হারান ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান।

আম্পায়ারের সঙ্গে ‘অবাধ্য’ ঈশানের বাদানুবাদ ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। ক্রেগ বলেন, ‘‘তোমরা বলটা কিছুর সঙ্গে ঘষেছ। তাই বল পরিবর্তন করা হবে। এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। খেলা শুরু করা যাক। আর আলোচনা নয়। তোমাদের এই বলে (পরিবর্তিত বল) খেলতে হবে।’’ তাঁর এই কথা শুনে ঈশান বলেন, ‘‘তার মানে আমাদের এই বলে খেলতে হবে?’’ গ্রেগ বলেন, ‘‘হ্যাঁ, আমরা এই বল দিয়ে খেলা শুরু করব।’’ এর পর ঈশান বলে বসেন, ‘‘এই সিদ্ধান্তটা বোকার মতো।’’ ভারতীয় উইকেটরক্ষকের কথায় ক্ষুব্ধ ক্রেগ বলেন, ‘‘এই ধরনের মন্তব্যের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই আচরণ গ্রহণযোগ্য নয়। তোমাদের জন্যই আমাদের বল পরিবর্তন করতে হচ্ছে।’’ গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করে শাস্তির মুখে পড়েছিলেন ঈশান। এ বার অবশ্য কোনও শাস্তি পেতে হল না তাঁকে।

আরও পড়ুন
Advertisement