ভারতীয় দলের খেলা দেখে খুশি সৌরভ। ফাইল ছবি।
পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ অভিযান শুরু করায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। জয়ের লক্ষ্য তেমন বড় না হলেও চাপের মুখে পড়ে ভারতীয় ইনিংস। রোহিত শর্মারা ঠান্ডা মাথায় সেই চাপ সামলাতে পারায় সন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। তাই কিছুটা হলেও রবিবারের ম্যাচে বেশি চাপ ছিল রোহিতদের উপর। ভারত-পাকিস্তান ম্যাচে স্নায়ুর চাপ অজানা নয় সৌরভের। সম্ভবত সে কারণেই একটু বেশিই খুশি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। নেটমাধ্যমে সৌরভ লিখেছেন, ‘এশিয়া কাপের শুরুতেই ভারতের জন্য দারুণ ফল। কঠিন পরিস্থিতিতেও সংযত থাকতে পেরেছে ওরা।’
ভারতের জোরে বোলারদের পারফরম্যান্সে খুশি সৌরভ। এমন চাপের ম্যাচে ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্যরা নিয়ন্ত্রিত বোলিং করে পাকিস্তানের ইনিংস ১৪৭ রানে বেঁধে রাখেন। পরে ব্যাট করার সময়ও চাপের মুখে রবীন্দ্র জাডেজা এবং হার্দিক ঠান্ডা মাথায় জুটি তৈরি করে দলকে জয় এনে দিয়েছেন।
রবিবার শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন বিরাট কোহলী। দীর্ঘ দিন ছন্দে না থাকা প্রাক্তন অধিনায়ককে বাবর আজমদের বিরুদ্ধেও চেনা মেজাজে দেখা যায়নি ব্যাট হাতে। তবু তাঁর ৩৪ বলে ৩৫ রান ভারতীয় ইনিংসকে শুরুতে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। শুরুতেই লোকেশ রাহুলের আউট হয়ে যাওয়া এবং রোহিতের মন্থর ব্যাটিং ভারতের ওভার প্রতি রান তোলার লক্ষ্য অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সেই পরিস্থিতিতে ছন্দে না থাকা কোহলী উইকেটের এক প্রান্তে থেকে চাপ সামলানোর চেষ্টা করেছেন।
Good result for india to start off..lot of composure in a tight situation ..@bcci @ImRo45
— Sourav Ganguly (@SGanguly99) August 29, 2022
পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় দল বার বার চাপে পড়লেও তা কাটিয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেটাররা কখনই চাপের মুখে ভেঙে পড়েননি। রোহিত, বিরাটদের এই পরিণত ক্রিকেটেরই প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি।