Arun lal

Arun Lal marriage: দ্বিতীয় বিয়ে করতে চলেছেন বাংলার কোচ অরুণ লাল, শুভেচ্ছা জানালেন সহকারী

২ মে ধর্মতলায় একটি হোটেলে সন্ধেবেলা বসবে বিবাহবাসর। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন বাংলা দলের অনেকেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৫:৪৯
২ মে কলকাতাতেই বিয়ে করতে চলেছেন বাংলার কোচ।

২ মে কলকাতাতেই বিয়ে করতে চলেছেন বাংলার কোচ। —ফাইল চিত্র

ফের বিয়ে করছেন অরুণ লাল। ২ মে কলকাতাতেই বিয়ে করতে চলেছেন বাংলার কোচ। দীর্ঘ দিন ধরেই তাঁর সম্পর্ক ছিল বুলবুল সাহার সঙ্গে। তাঁকেই বিয়ে করতে চলেছেন অরুণ লাল।

অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল। দীর্ঘ দিন ধরে অরুণের সম্পর্কের কথা জানতেন সকলেই। শুভেচ্ছা জানিয়ে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, “অনেক সময়ই অরুণজি বলতেন তাঁর সম্পর্কের কথা। তবে বিয়ের কার্ড হাতে পাওয়ার পরেই জানতে পারি তাঁদের বিয়ের কথা। ২ মে বিয়ে করছেন তাঁরা।”

২০১৬ সালের শুরুর দিকে ক্যানসার আক্রান্ত হয়েছিলেন অরুণ লাল। সেই সময় বিরাট লড়াই করতে হয়েছে তাঁকে। বরাবরই লড়াকু অরুণ লাল। দিল্লি দলের হয়ে রঞ্জিতে খেলেছেন তিনি। ১৯৮১ সাল থেকে বাংলার হয়েও খেলতে শুরু করেন। বাংলার রঞ্জিজয়ী দলে ছিলেন তিনি। সেই সময় ফাইনালে দিল্লিকেই হারিয়েছিল বাংলা। ভারতের হয়ে ১৬টি টেস্ট এবং ১৩টি এক দিনের ম্যাচ খেলেছেন অরুণ লাল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ৮৫১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে অরুণ লালের ঝুলিতে রয়েছে ১০৪২১ রান।

Advertisement
২ মে ধর্মতলায় একটি হোটেলে সন্ধেবেলা বসবে বিবাহবাসর।

২ মে ধর্মতলায় একটি হোটেলে সন্ধেবেলা বসবে বিবাহবাসর।

২ মে ধর্মতলায় একটি হোটেলে সন্ধেবেলা বসবে বিবাহবাসর। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন বাংলা দলের অনেকেই। ভারতীয় দলে তাঁর সতীর্থদের অনেককেও আমন্ত্রণ করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Advertisement