ICC ODI World Cup 2023 Final

প্রিয় বন্ধুর হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন কুম্বলে

দ্রাবিড়ের মতো ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও দুঃখপ্রকাশ করেছেন কুম্বলে। তিনি বলেছেন, ‘‘ওর জন্যও খুব খারাপ লাগছে। দ্রাবিড়ের মতো রোহিতও কিন্তু কখনও বিশ্বকাপ জেতেনি।”

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ০৮:১২
An image of Rahul Dravid and Rohit Sharma

হতাশ: বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থাকল কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতের। —ফাইল চিত্র।

ক্রিকেটার হিসেবে তিনি ছুঁতে পারেননি বিশ্বকাপ। কোচ হিসেবেও বিশ্বকাপ অধরাই থেকে গেল রাহুল দ্রাবিড়ের। প্রাক্তন সতীর্থের জন্য মন খারাপ অনিল কুম্বলেরও। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, তিনি দ্রাবিড়ের হাতে বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন।

Advertisement

একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘দ্রাবিড়ির হাতে একবার অন্তত বিশ্বকাপটা দেখতে চেয়েছিলাম। ও সত্যিই দলটাকে নিয়ে কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু পারল না।’’ যোগ করেছেন, ‘‘ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করা খুব সহজ নয়। এখানে প্রতিনিয়ত আপনাকে সকলে লক্ষ্য করবে। সেই জায়গা থেকে দেখলে ওর হাতে বিশ্বকাপ দেখতে পেলে আমি সত্যিই খুব আনন্দ পেতাম।’’

বিশ্বকাপের সঙ্গেই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদও শেষ হয়ে গল। কী দেখছেন ভবিষ্যতে? কুম্বলের জবাব, ‘‘ও ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করবে কি না, সেটা আমিও জানি না। সমস্ত কিছুই নির্ভর করবে এই হারের ধাক্কা কাটিয়ে ঘুম থেকে উঠে ও নিজে কী ভাবছে, তার উপরে। তার পরে নিজের মতো ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।’’

দ্রাবিড়ের মতো ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও দুঃখপ্রকাশ করেছেন কুম্বলে। তিনি বলেছেন, ‘‘ওর জন্যও খুব খারাপ লাগছে। দ্রাবিড়ের মতো রোহিতও কিন্তু কখনও বিশ্বকাপ জেতেনি। কিন্তু এ বার বিশ্বকাপে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছে, তার সমস্ত কৃতিত্ব দ্রাবিড় এবং রোহিতের প্রাপ্য। ফাইনাল পর্যন্ত রোহিত শুরুতে আগ্রাসী ব্যাটিং করে দলকে যে ভাবে চাঙ্গা করে দিয়েছিল, তার কোনও তুলনাই চলতে পারে না। বিরাট পরে দায়িত্ব নিয়ে সেই গতিকে নতুন মাত্রা দিয়েছে। না হলে ভারত এমন অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারত না।’’

তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এ-ও মনে করিয়ে দিয়েছেন, নতুন বলে আরও বেশি তীক্ষ্ণ হতে হবে মহম্মদ সিরাজকে। কুম্বলের মন্তব্য, ‘‘নতুন বলে নিঃসন্দেহে সিরাজ চাপে ফেলে দিচ্ছে প্রতিপক্ষকে। কিন্তু ওকে আরও তীক্ষ্ণ এবং নিখুঁত হতে হবে।’’ যোগ করেন, ‘‘মহম্মদ শামি যে বোলিং করেছে, তার কোনও তুলনাই চলে না। শামির থেকে সিরাজকেও শিক্ষা নিতে হবে। আমি মনে করি, এই হার থেকে শিক্ষা নিয়ে সিরাজ নিজেকে আরও ক্ষুরধার করে তুলবে।’’

কুম্বলের মতো ভারতীয় দলের ক্রিকেট দেখে মুগ্ধ ব্রেট লি। প্রাক্তন অস্ট্রেলীয় তারকা মনে করেন, ফাইনালে হার দিয়ে রোহিত শর্মার দলের যোগ্যতা বিচার করা ভুল হবে। বিশেষ করে, বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং মন ভরিয়ে দিয়েছে তাঁর।

লি বলেছেন, ‘‘এক দিনের ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলির মাপের ব্যাটসম্যান কখনও উঠে আসেনি। ও যে কত উচ্চস্তরের ব্যাটসম্যান, তা প্রমাণ করে দিয়েছে পরিসংখ্যান। আমি বরাবর সচিন তেন্ডুলকরের খুব বড় এক ভক্ত। ওর বিরুদ্ধে খেলার সুযোগও হয়েছিল। কিন্তু এখন মন জিতে নিয়েছে বিরাট। ওর মতো ব্যাটসম্যান এক দিনের ক্রিকেট ইতিহাসে কোনও দিন আসেনি।’’

বিরাটের সঙ্গে তাঁর অন্তরঙ্গতার প্রসঙ্গ টেনে লি বলেছেন, ‘‘মাঠে এবং মাঠের বাইরে বিরাটের উপস্থিতির বিশেষ এক মাধুর্য রয়েছে। ওর সঙ্গেও অনেক সময় কাটানোর সুযোগ হয়েছে ও সেই মুহূর্তগুলো উপভোগ করেছি। বিরাটের নিজের প্রতি অবিশ্বাস্য বিশ্বাস রয়েছে, যা ওকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।’’

তবে প্রাক্তন অস্ট্রেলীয় জোরে বোলার বিস্মিত হয়েছেন আমদাবাদের মন্থর উইকেট দেখে। লি সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমদাবাদের উইকেট দেখে আমি চমকে গিয়েছি। যেখানে ধারাবাহিক ভাবে ভারতীয় পেস বিভাগ দুর্দান্ত বল করেছে, তাদের কেন এমন উইকেট দেওয়া হবে, সেটা আমার মাথায় ঢোকেনি। শামিরা এই পিচ থেকে কোনও সাহায্যই পায়নি।’’

আরও পড়ুন
Advertisement