Neeraj Chopra

CWG 2022: কমনওয়েলথে থাকতে না পারা নীরজের আশা, আরও অনেক বার বাজুক জাতীয় সঙ্গীত

কমনওয়েলথ গেমসের খেলোয়াড়দের বার্তা দিলেন নীরজ। আরও অনেক বার জাতীয় সঙ্গীত শুনতে চাইলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ২৩:৫৫

—ফাইল চিত্র

কমনওয়েলথ গেমসে নিজে থাকতে পারেননি চোটের জন্য। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া ভারতীয় খেলোয়াড়দের বার্তা দিলেন বাইরে থেকেই। ইংল্যান্ডের মাটিতে আরও অনেক বার ভারতের জাতীয় সঙ্গীত বাজুক, এটাই আশা নীরজের।

সদ্য সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছেন নীরজ। সেখানে খেলতে গিয়েই চোট পান তিনি। সেই কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না ভারতের সোনার ছেলে। নিজে নামতে না পারলেও তিনি চাইছেন দেশের হয়ে পদক নিয়ে আসুক বাকি খেলোয়াড়রা। নীরজ রবিবার একটি ভিডিয়ো বার্তায় বলেন, “কমনওয়েলথ গেমসে আমাদের শুরুটা ভাল হয়েছে। জাতীয় সঙ্গীতও বেজেছে। আশা করব আরও অনেক বার জাতীয় সঙ্গীত শুনতে পারব।”

Advertisement

ভারোত্তোলনে মীরাবাই চানু এবং জেরেমি লালরিনুঙ্গা সোনা এনে দিয়েছেন ভারতকে। এখনও অনেক খেলা বাকি রয়েছে। সেই সব প্রতিযোগীর কথা মাথায় রেখে নীরজ বলেন, “যাদের খেলা বাকি রয়েছে, তাদের শুভেচ্ছা জানাই। সবাই মন দিয়ে খেলো। দর্শকদের বলব সকলকে উৎসাহ দিন। হারুক, জিতুক সবাইকে শুভেচ্ছা জানান।”

Advertisement
আরও পড়ুন