Sourav Ganguly

BCCI: মহারাজের শহরেই সৌরভের বোর্ডের নির্বাচন, ৪ ডিসেম্বর হবে বৈঠক

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধার সভার দিন ঘোষণা হয়ে গেল। ওই দিনই গভর্নিং কাউন্সিলের দু’টি পদের জন্য নির্বাচন হবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১২:৩৬

—ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা হয়ে গেল। আগামী ৪ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের ওই বৈঠক হবে। কলকাতায় হবে এই বৈঠক। ওই দিনই গভর্নিং কাউন্সিলের দু’টি পদের জন্য নির্বাচন হবে।আগামী ১৭ নভেম্বরের মধ্যে বোর্ডের সদস্যরা নির্বাচনে তাদের প্রতিনিধির নাম মনোনীত করতে পারবে। ১৮ নভেম্বর তার খসড়া প্রকাশিত হবে। এই খসড়ায় কোনও নাম নিয়ে যদি কারও আপত্তি থাকে তা হলে ২০ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে।

Advertisement

বোর্ড সেই আপত্তির কারণ খতিয়ে দেখার পর ২১ নভেম্বর চূড়ান্ত খসড়া প্রকাশ করবে। যাঁদের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পাবে, তাদের স্ক্রুটিনি হবে ২৫ নভেম্বর। সেই দিনই স্ক্রুটিনির পরে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে। কেউ যদি নাম প্রত্যাহার করতে চান, তা ২৬ নভেম্বরের মধ্যে করতে হবে। ৪ ডিসেম্বর নির্বাচন হবে।

প্রথা অনুযায়ী ওই দিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
Advertisement