ম্যাচের সেরার পুরস্কার নিচ্ছেন জন গ্লাস। ছবি: টুইটার থেকে
শেষ ওভারে দরকার ৩৫ রান। এমন অবস্থায় অসম্ভব ভেবে অনেক সমর্থকই হয়তো আশা ছেড়ে দেবেন। তবে সেই অসম্ভবকেও যে সম্ভব করা যায় তা বুঝিয়ে দিলেন এক আইরিশ ব্যাটসম্যান।
আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে ক্রেগাহ এবং ব্যালিমেনার ম্যাচে এমনই ঘটল। এলভিএস টি২০ ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে শেষ ওভারের আগে অবধি জয়ের পথে ছিল ক্রেগাহ। কিন্তু শেষ ওভারে সব হিসেব পাল্টে দিলেন ব্যালিমেনারের জন গ্লাস।
ছয় বলে ছ’টি ছয় মেরে শুধু যে ম্যাচ জিতলেন তা নয়, প্রতিযোগিতাও জিতে নিল জনের দল। প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে ক্রেগাহ। রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ব্যালিমেনারের স্কোর ছিল ৭ উইকেটে ১১৩ রান। ৩৫ রান করলে ম্যাচ জিততে পারবে তারা। সেই অসম্ভবই সম্ভব করে দিলেন জন।
JOHN GLASS TAKE A BOW!
— Northern Cricket Union (@NCU_News) July 15, 2021
He has just hit 36 off the final over and Ballymena are the 2021 Lagan Valley Steels 2021 champions.
What an innings from the skipper. #ncut20t pic.twitter.com/afatC6Q7co
ফাইনাল ম্যাচে দলের অধিনায়ক ছিলেন জন। তিনি করেন অপরাজিত ৮৭ রান। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরার পুরস্কারও তাঁর দখল।