জাতীয় দলে ট্রায়ালের সময় মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। —ফাইল চিত্র।
অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া-কে চার বছরের জন্য সাসপেন্ড করল জাতীয় ডোপবিরোধী সংস্থা। মার্চ মাসে জাতীয় দলে ট্রায়ালের সময় মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। এই বিষয় নিয়ে জুন মাসে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু বজরং নিজের সিদ্ধান্তে অনড় থাকায় তাঁকে চার বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ডোপ বিরোধী সংস্থা প্রথমে বজরংকে সাসপেন্ড করেছিল ২৩ এপ্রিল। এর পরে বিশ্ব কুস্তি সংস্থাও তাঁকে সাসপেন্ড করে। বজরং পাল্টা আবেদন করেন এবং সাসপেন্ডের নির্দেশ নাডার নোটিশ না পাঠানো পর্যন্ত খারিজ হয়ে যায়। ২৩ জুন নাডা নোটিশ পাঠায়। বজরং পাল্টা চ্যালেঞ্জ করেন। ফলে ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর শুনানি হয় এই বিষয়ে। এর পরেই তাঁকে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেয় ডোপ বিরোধী সংস্থা। এর ফলে চার বছর বজরং প্রতিযোগিতামূলক কুস্তি বা কোচিং করতে পারবেন না।