ছোট থেকে বড় সবারই ডিম বড় প্রিয়। ছবি: সংগৃহীত
বাঙালির হেঁশেলে ডিম মজুত থাকবেই। ছোট থেকে বড় সবারই ডিম বড় প্রিয়। পকেটসই তো বটেই, পুষ্টিগুণেও জোরদার। চির চেনা পোচ, অমলেট বা কষা ডিম খেতে আর ভাল লাগছে না? ডিম দিয়ে ধোকা বানালে কেমন হয়?
খুব সামান্য উপকরণ দিয়েই এ বার বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ ধোকা। রইল প্রণালী।
উপকরণ:
ডিম: ৬ টা
সেদ্ধ আলু: ৪ টে
হলুদ গুঁড়ো: ১ চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চামচ
জিরে গুঁড়ো: ১ চামচ
ধনে গুঁড়ো: ২ চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
পেঁয়াজ বাটা: ৫ চামচ
আদা বাটা: ১ চামচ
রসুন বাটা: ১ চামচ
টমেটো: ১ টা
সরষের তেল: আধ কাপ
গোটা জিরা: ১ চা চামচ
তেজপাতা: ২ টি
ঘি: ১ চামচ
নুন ও চিনি: স্বাদমতো
প্রণালী:
একটি পাত্রে ডিমগুলি ভেঙে তাতে আলু সেদ্ধ, নুন, লঙ্কা গুড়ো, সমান্য পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি স্টিলের গোল ঢাকা দেওয়া পাত্র নিয়ে তার গায়ে সামান্য সর্ষের তল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। কড়াইতে জল গরম করে ডিমের মিশ্রণটি ২০ মিনিটের জন্য ভাপে বসান। ২০ মিনিট পর ঢাকনা খুলে ভাপানো ডিম বরফির আকারে কেটে নিন।
অন্য একটি কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিন। এ বার একে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে নাড়াচড়া করুন। টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে স্বাদ মতো নুন দিন। টমেটোগুলি নরম হয়ে এলে সব গুঁড়োমশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে জল দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে ডিমের ধোকাগুলি দিয়ে মিনিট পাঁচেক আঁচ কমিয়ে ঢেকে রাখুন। তারপর ঢাকা খুলে ঘি আর গরমমশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমিষ ধোকার ডালনা।