Saffron Production in India

দেড় লাখ টাকা কিলো! কেন এত দাম? কেনই বা উৎপাদন কমছে কাশ্মীরের ‘সোনার মশলার’?

কাশ্মীরের পাহাড়ি শহরে যে ফুল ফোটে, তাতেই লুকিয়ে সবচেয়ে দামি মশলার রহস্য। এই মশলাটি এখন বাজারে দেড় লক্ষ টাকা কিলো দরে বিক্রি হয়। তবে তার উৎপাদন আগের চেয়ে কমেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ০৮:২৮
০১ ১৫
Why saffron production in Kashmir is decreasing

দেখনদারিতে সোনার কোনও চিহ্ন নেই। গুণেও নেই স্বর্ণের বাহার। তবে দামে সোনার কাছাকাছি পৌঁছে গিয়েছে কাশ্মীরের একটি মশলা। ছাড়িয়ে গিয়েছে রুপোকেও।

০২ ১৫
Why saffron production in Kashmir is decreasing

ভারত মশলার দেশ। প্রাচীন কাল থেকেই বিদেশে মশলার ব্যবসার জন্য বিখ্যাত ভারত। দেশের সেই মশলার সাম্রাজ্যে অন্যতম অবদান রয়েছে কাশ্মীরের।

০৩ ১৫
Why saffron production in Kashmir is decreasing

কথা হচ্ছে কেশর নিয়ে। একগুচ্ছ সরু সুতোর মতো লাল বস্তুটিকে দেখলে মশলা বলে মনেই হয় না। অথচ, স্বাদে, গন্ধে রান্নায় তার কদরই আলাদা।

Advertisement
০৪ ১৫
Why saffron production in Kashmir is decreasing

বিরিয়ানি থেকে শুরু করে মণ্ডা-মিঠাই, হেঁশেলে কেশরের ব্যবহার অনেক পুরনো। যত দিন গিয়েছে, দর আরও বাড়িয়ে ফেলেছে এই মশলা। ভাল রান্নায় কেশর না হলে যেন চলেই না।

০৫ ১৫
Why saffron production in Kashmir is decreasing

সাধারণের সাধ্যাতীত কেশর। কারণ, এর দাম আকাশছোঁয়া। এক কেজি কেশরের দাম প্রায় দেড় লক্ষ টাকা। তাই সমস্ত রান্নায় ইচ্ছা থাকলেও কেশর ব্যবহার করা যায় না।

Advertisement
০৬ ১৫
Why saffron production in Kashmir is decreasing

দামের কারণে কেশরকে ‘লাল সোনা’ বলা হয়ে থাকে। কেউ কেউ একে ‘সোনার মশলা’ বলেও উল্লেখ করেন। কেশর কিনতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগে মধ্যবিত্ত পরিবারের।

০৭ ১৫
Why saffron production in Kashmir is decreasing

কেন এত দাম কেশরের? দুর্গম পাহাড়ি অঞ্চল কেশরের উৎপাদন ভূমি। কাশ্মীরের প্যামপোর শহরকে ‘কেশরের শহর’ বলা হয়ে থাকে। মূলত সেখানেই কেশর উৎপাদনকারী গাছের চাষ হয়।

Advertisement
০৮ ১৫
Why saffron production in Kashmir is decreasing

ক্রোকাস গাছ থেকে কেশর পাওয়া যায়। এই গাছে বেগুনি রঙের যে ফুল ফোটে, তার গর্ভদণ্ডগুলিই কেশর। সরু সুতোর মতো সেই কেশর পেতে ব্যবসায়ীদের অনেক কাঠখড় পোড়াতে হয়।

০৯ ১৫
Why saffron production in Kashmir is decreasing

এক কিলোগ্রাম কেশর পেতে দুই থেকে তিন লক্ষটি ক্রোকাস ফুল লাগে। উৎপাদন প্রক্রিয়াও বেশ জটিল। সারা বছর ফুল মেলে না। তাই নানা কারণে কেশরের দাম বেড়ে গিয়েছে।

১০ ১৫
Why saffron production in Kashmir is decreasing

শুধু রান্নায় স্বাদ নয়, কেশরের স্বাস্থ্যগুণও রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া কেশরের ক্রোসিন আর ক্রোসেটিন নামক দুই অ্যান্টিঅক্সিড্যান্ট ওজন কমাতে সাহায্য করে। মানসিক অবসাদও কমায়। নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার পরিমাণ।

১১ ১৫
Why saffron production in Kashmir is decreasing

সম্প্রতি কাশ্মীরে কেশরের উৎপাদন কমে এসেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে একটি মরসুমে তিন থেকে পাঁচ বার গাছে ফুল হত। তা থেকে অনেক কেশর পাওয়া যেত। কিন্তু এখন মরসুমে মাত্র দুই থেকে তিন বার ফুল ফোটে।

১২ ১৫
Why saffron production in Kashmir is decreasing

আবহাওয়ার পরিবর্তনকেই কেশরের উৎপাদন কমে যাওয়ার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। অনিয়ন্ত্রিত বৃষ্টি, অসময়ে বৃষ্টি এবং অত্যধিক গরম এই উৎপাদনের পথে প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

১৩ ১৫
Why saffron production in Kashmir is decreasing

বিজ্ঞানীদের মতে, কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাতের ধরন বদলেছে। ১০ বছর আগেও যে সময়ে যে পরিমাণে তুষারপাত বা বৃষ্টি হত, এখন তা হয় না। যা কেশর ব্যবসাকে প্রভাবিত করেছে।

১৪ ১৫
Why saffron production in Kashmir is decreasing

পাশাপাশি, নাগরিক সভ্যতার বিকাশও কেশর উৎপাদন হ্রাসের জন্য দায়ী। কেশরের ক্ষেতে ক্রমে ঢুকে পড়ছে নগর। ক্ষেত একটু একটু করে কমে আসছে। তার ফলেও আগের চেয়ে উৎপাদন কমেছে বলে দাবি।

১৫ ১৫
Why saffron production in Kashmir is decreasing

পাহাড়ের বুকে কেশর ফোটাতে অত্যন্ত যত্ন এবং ধৈর্যের প্রয়োজন। পরিশ্রম অনুযায়ী চাহিদা কম এই মশলার। দামের কারণেই অনেকে তা কিনতে চান না। তাই কেশর ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেকে।

সব ছবি: আনপ্ল্যাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি