‘দবাং’ ফিল্ম সিরিজ়ের প্রথম ছবিতে নায়ক-খলনায়কের জুটিতে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের সঙ্গে নজর কেড়েছিলেন বলি অভিনেতা সোনু সুদ। তবে প্রথম ছবিতে অভিনয় করতে চাইলেও আর দ্বিতীয় ছবিতে অভিনয় করতে চাননি সোনু। নেপথ্যে কী কারণ?
২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘দবাং’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। ‘দবাং’ ছবির চিত্রনাট্যের অন্তিম কাহিনি এমন ভাবে শেষ হয়েছিল যে, তা সোনুর চরিত্রের পুনার্বিভাবের ইঙ্গিত বহন করছিল। দর্শকের একাংশ মনে করেছিলেন, ‘দবাং ২’-এ অভিনয়ের সম্ভাবনা রয়েছে সোনুর।
‘দবাং’ মুক্তির দু’বছরের মাথায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দবাং ২’। তবে পরিচালকের আসনে দেখা যায় অন্য মুখ। অভিনব নন, ‘দবাং ২’ ছবির পরিচালনার দায়িত্ব পান সলমনের ভাই আরবাজ় খান। প্রযোজনার দায়িত্বে আরবাজ়ের পাশাপাশি ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা।
বলিপাড়া কানাঘুষো শোনা যায়, ‘দবাং’ ছবির শেষ থেকেই একই চরিত্র নিয়ে ‘দবাং ২’ শুরু হওয়ার কথা ছিল। নায়কের ভূমিকায় সলমন এবং খলনায়কের চরিত্রের জন্য পছন্দ করা হয়েছিল সোনুকে। কিন্তু ছবির শুটিং শুরুর আগে চিত্রনাট্যের বদল হয়ে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু জানান, ‘দবাং ২’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু তিনি এত বড় সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেন। এমনকি, সলমন নিজে তাঁকে অভিনয়ের জন্য সাধতে গিয়েছিলেন। তা-ও কিছুতেই রাজি হননি সোনু।
সোনু জানান, আরবাজ় এবং সলমন দু’জনের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক। ‘দবাং ২’ ছবির সঙ্গে দু’জনেই যুক্ত ছিলেন। সলমনের পাশাপাশি আরবাজ়ও তাঁকে অভিনয়ের জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু কারও কথাই রাখতে পারেননি অভিনেতা।
সাক্ষাৎকারে সোনু বলেন, ‘‘আমি ‘দবাং ২’-এর চিত্রনাট্যের খসড়া পড়েছিলাম। আমার চরিত্র যে ভাবে বোনা হয়েছিল তা একেবারেই আমার মনে ধরেনি। কোনও উত্তেজনাই ছিল না চরিত্রের মধ্যে।’’
সোনু আরও বলেন, ‘‘সলমন আর আরবাজ় আমার পরিবারের মতো। আমি ওদের জানিয়েছিলাম যে, ‘দবাং ২’-এর চরিত্র আমার মনের মধ্যে সেই আগুনটা জ্বালাচ্ছে না। তাই আমি পর্দায় সেই চরিত্র ভাল ভাবে ফুটিয়েও তুলতে পারব না।’’
প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সোনুর উপর রেগে যাননি খান পরিবারের দুই পুত্র। বরং সোনুর আপত্তির জায়গা বুঝেছিলেন। সোনু বলেন, ‘‘সলমন এবং আরবাজ় আমার সিদ্ধান্ত জেনে বলেছিলেন, ‘‘ঠিক আছে। কোনও অসুবিধা নেই।’’’
বলিপাড়ার জনশ্রুতি, ‘দবাং ২’-এ অভিনয়ের প্রস্তাব সোনু খারিজ করলে চিত্রনাট্যে সামান্য পরিবর্তন করা হয়। খলনায়কের চরিত্রেও বদল আসে।
সাক্ষাৎকারে সোনু জানান, ‘দবাং ২’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও সেই ছবির প্রিমিয়ারে সোনুকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান সলমন এবং আরবাজ়। নিমন্ত্রণরক্ষার্থে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন সোনুও।
২০১৯ সালের ডিসেম্বর মাসে দক্ষিণের জনপ্রিয় কোরিয়োগ্রাফার প্রভুদেবার পরিচালনায় মুক্তি পায় ‘দবাং ৩’। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন সলমন এবং আরবাজ়। তবে ‘দবাং’ এবং ‘দবাং ২’-এর মতো এই ফিল্ম সিরিজ়ের তৃতীয় পর্ব তেমন ব্যবসা করতে পারেনি।
সোনু জানান, তিনি বলিউডের চেয়ে দক্ষিণী ফিল্মজগতে বেশি সুযোগ পেয়েছেন। সেখান থেকে শিখতেও পেরেছেন অনেক বেশি। তাই অধিকাংশ সময় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন সোনু।
এক পুরনো সাক্ষাৎকারে সোনু বলেন, ‘‘দক্ষিণী ফিল্মজগতে আমি এমন এমন চরিত্রে কাজ করেছি, এমন বড় মাপের তারকাদের সঙ্গে অভিনয় করেছি তার পর আর হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে না।’’
বহু বলিউডি ছবির প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন সোনু। অভিনেতা বলেন, ‘‘কখন না বলা প্রয়োজন তা সকলের জানা উচিত। আমি শুধু একটা জিনিসই বুঝি। যখন অভিনয় করব, ভাল চরিত্রে অভিনয় করব। না হলে অভিনয় করব না।’’
চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ফতেহ’ নামের অ্যাকশন থ্রিলার ঘরানার একটি ছবি। এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হবে সোনুর । পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁকে। সোনু-সহ এই ছবিতে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, নাসিরুদ্দিন শাহ, দিব্যেন্দু ভট্টাচার্য এবং বিজয় রাজ।
সব ছবি: সংগৃহীত।