Rajat Bedi

অভিনয় করেছেন সলমন-হৃতিকের সঙ্গে, বলিউডের ‘দুর্ধর্ষ দুশমন’ এখন বেকার

রজত বেদী। দু’দশকে ৪০টি ছবিতে অভিনয় করার পর বর্তমানে বেকার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১১:৪০
০১ ১৬
রজত বেদী। বলিউডের পরিচিত খলনায়ক। পর্দায় বেশির ভাগ সময় তাঁকে দেখা যায় নায়িকাদের হেনস্থা করতে, কখনও বা অভিনেতাদের সঙ্গে ঝামেলায় জড়াতে।

রজত বেদী। বলিউডের পরিচিত খলনায়ক। পর্দায় বেশির ভাগ সময় তাঁকে দেখা যায় নায়িকাদের হেনস্থা করতে, কখনও বা অভিনেতাদের সঙ্গে ঝামেলায় জড়াতে।

০২ ১৬
১৯৯৮ সালে ‘২০০১: দো হাজার এক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও তিনি জনপ্রিয় হন ‘কোই মিল গয়া’ ছবিতে কাজ করে।

১৯৯৮ সালে ‘২০০১: দো হাজার এক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও তিনি জনপ্রিয় হন ‘কোই মিল গয়া’ ছবিতে কাজ করে।

০৩ ১৬
হৃতিক রোশন এবং প্রীতি জিন্টার মতো বলি তারকাদের সঙ্গে টক্কর দিয়ে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন রজত।

হৃতিক রোশন এবং প্রীতি জিন্টার মতো বলি তারকাদের সঙ্গে টক্কর দিয়ে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন রজত।

Advertisement
০৪ ১৬
বহু ছবিতে পার্শ্বচরিত্র ছাড়া মুখ্যচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে রজতকে।

বহু ছবিতে পার্শ্বচরিত্র ছাড়া মুখ্যচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে রজতকে।

০৫ ১৬
দু’দশকের মধ্যে মোট ৪০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

দু’দশকের মধ্যে মোট ৪০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement
০৬ ১৬
২০১২ সালে তাঁকে ‘ব্ল্যাক বার্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। বলিউডে আপাতত এটিই রজতের শেষ কাজ।

২০১২ সালে তাঁকে ‘ব্ল্যাক বার্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। বলিউডে আপাতত এটিই রজতের শেষ কাজ।

০৭ ১৬
‘ব্ল্যাক বার্ড’ মুক্তির চার বছর পর রজতকে ‘জগ্গু দাদা’ নামের একটি কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।

‘ব্ল্যাক বার্ড’ মুক্তির চার বছর পর রজতকে ‘জগ্গু দাদা’ নামের একটি কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Advertisement
০৮ ১৬
কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে বলিপাড়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন রজত। এক সময় চুটিয়ে কাজ করলেও এখন অভিনেতার হাতে কোনও কাজ নেই।

কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে বলিপাড়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন রজত। এক সময় চুটিয়ে কাজ করলেও এখন অভিনেতার হাতে কোনও কাজ নেই।

০৯ ১৬
যদিও ২০২১ সালে রজত খবরের শিরোনামে আসেন। মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালানোর সময় রাজেশ দূত নামে এক ব্যক্তিকে ধাক্কা মারেন তিনি।

যদিও ২০২১ সালে রজত খবরের শিরোনামে আসেন। মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালানোর সময় রাজেশ দূত নামে এক ব্যক্তিকে ধাক্কা মারেন তিনি।

১০ ১৬
৩০৪এ আইনি ধারায় (অসতর্কতার কারণে মৃত্যু) তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

৩০৪এ আইনি ধারায় (অসতর্কতার কারণে মৃত্যু) তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

১১ ১৬
তদন্তে জানা যায়, রাজেশ মত্ত ছিলেন। হঠাৎ করেই অভিনেতার গাড়ির সামনে চলে আসেন তিনি।

তদন্তে জানা যায়, রাজেশ মত্ত ছিলেন। হঠাৎ করেই অভিনেতার গাড়ির সামনে চলে আসেন তিনি।

১২ ১৬
রজত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে মাথায় গুরুতর আঘাত লাগায় রাজেশকে বাঁচানো যায়নি।

রজত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে মাথায় গুরুতর আঘাত লাগায় রাজেশকে বাঁচানো যায়নি।

১৩ ১৬
থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে জানা যায়।

থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে জানা যায়।

১৪ ১৬
বেকার রজত এখন বলিউডের প্রযোজকদের দোরে দোরে ঘুরছেন।

বেকার রজত এখন বলিউডের প্রযোজকদের দোরে দোরে ঘুরছেন।

১৫ ১৬
বলিউডের গুঞ্জন, প্রযোজকদের অনেকে নাকি তাঁকে চিনতেও পারছেন না! কেউ আবার ‘কাজ নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন।

বলিউডের গুঞ্জন, প্রযোজকদের অনেকে নাকি তাঁকে চিনতেও পারছেন না! কেউ আবার ‘কাজ নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন।

১৬ ১৬
এক সময় সলমন খান, অক্ষয় কুমার, হৃতিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করা রজত এখন বেকার।

এক সময় সলমন খান, অক্ষয় কুমার, হৃতিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করা রজত এখন বেকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি