Volodymyr Zelensky Family Income

বেড়েছে আয়, সম্পত্তি কয়েক কোটির, বেতন ভারতের রাষ্ট্রপতির চেয়েও কম! আয়-ব্যয়ের হিসাব দিলেন জ়েলেনস্কি

আইন মেনে ব্যক্তিগত আয় ও পারিবারিক আয়-ব্যয়ের খতিয়ান ইউক্রেনীয় জনগণের কাছে প্রকাশ করলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকে জ়েলেনস্কির আর্থিক স্বচ্ছতা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তাঁর প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১২:৫৩
০১ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

দুর্নীতি রোধ করতে ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে ২০১৪ সালে ইউক্রেনে চালু হয়েছিল সম্পদ ঘোষণা। সরকারি কর্তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সে দেশে। এই আয়-ব্যয়ের হিসাব দেশবাসীর সামনে প্রকাশ করেন সে দেশের প্রেসিডেন্টও। পারিবারিক সম্পদ, আয়, ব্যয় এবং অন্যান্য আর্থিক লেনদেনের হিসাবটি সম্প্রতি ঘোষণা করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

০২ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

আইন মেনে ব্যক্তিগত আয় ও পারিবারিক আয়-ব্যয়ের খতিয়ান ইউক্রেনীয় জনগণের কাছে প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকে জ়েলেনস্কির আর্থিক স্বচ্ছতা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তাঁর প্রশাসন। দাবি করা হয়েছে, তাঁর দুর্নীতিবিরোধী ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি।

০৩ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক ঘোষণা অনুসারে, জ়েলেনস্কির পরিবার মোট ১ কোটি ৫৩ লক্ষ রিভনিয়া (প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার ডলার) আয় করেছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৩ কোটি ১৫ লক্ষ টাকার আশপাশে। আগের বছরের তুলনায় ইউক্রেনের প্রেসিডেন্টের আয় বৃদ্ধির কথাও জানানো হয়েছে।

Advertisement
০৪ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

তাঁর মোট আয়ের যে হিসাব প্রকাশিত হয়েছে তার মধ্যে ২ লক্ষ ৭ হাজার ডলার বা ১ কোটি ৭৭ লক্ষ টাকা আয় হয়েছে সরকারি বন্ড বিক্রি করে। বাকি আয়ের মধ্যে ছিল প্রেসিডেন্টের বেতন, ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ এবং ব্যক্তিগত সম্পদ ভাড়া থেকে প্রাপ্ত অর্থ।

০৫ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

পূর্ববর্তী বছরের তুলনায় জ়েলেনস্কির আয় বৃদ্ধির প্রধান কারণ হল তাঁদের পারিবারিক মালিকানায় থাকা স্থাবর সম্পদ ভাড়া। ইউক্রেনের সংবাদমাধ্যম হটনিউজ়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় আংশিক ভাবে স্থগিত থাকা ভাড়ার অর্থ পেয়ে যাওয়ার ফলেই এই বৃদ্ধি ঘটেছে। ঘোষণাপত্রে জ়েলেনস্কির বেতন এবং ব্যাঙ্কে জমা পুঁজির সুদ-সহ আয়ের উৎসগুলিও তালিকাভুক্ত করা হয়েছে।

Advertisement
০৬ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

২০২৩ সালের ঘোষণাপত্রে প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের সদস্যদের বছরে আয়ের পরিমাণ ছিল ১.২৪ কোটি ইউক্রেনীয় রিভনিয়া বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫৮ লক্ষ টাকা। সংবাদ সংস্থাগুলির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রেসিডেন্টের পরিবারের সম্পদ, বাড়ি বা যানবাহনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

০৭ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্টের তথ্য বলছে, ২০২৩ সালে জ়েলেনস্কি এবং তাঁর পরিবারের সদস্যেরা ৩ লক্ষ ১৬ হাজার ৭০০ ডলার আয়ের হিসাব পেশ করেছিলেন।

Advertisement
০৮ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

২০২২ সালে জ়েলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলারে। এর আগের বছর, অর্থাৎ ২০২১ সালে তাঁর মোট আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। সেই হিসাবে এক বছরে জ়েলেনস্কির আয় বেড়েছিল তিন গুণেরও বেশি।

০৯ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

অতীতের ঘোষণাপত্রে তাঁর প্রেসিডেন্ট থাকার মেয়াদের সময়কালে আয়ের ওঠানামা দেখা গিয়েছিল। ২০২১ সালে জ়েলেনস্কি ও তাঁর পরিবার প্রায় ২ লক্ষ ৮৫ হাজার ডলার আয়ের কথা জানিয়েছে। এই আয়ের প্রায় অর্ধেকই এসেছে ট্রেজারি বন্ড বিক্রি থেকে।

১০ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

২০২৪ সালের ঘোষণাপত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, গত বছরের মতো চলতি বছরেও গাড়ি-বাড়ির মালিকানার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি তাঁর।

১১ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে প্রথম বার হামলা চালিয়েছিল মস্কো। যুদ্ধের সময়ে প্রেসিডেন্ট জ়েলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করেছিলেন বলে রিপোর্টে প্রকাশ।

১২ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ শুরু করে, তখন জ়েলেনস্কির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ২ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে সেই পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭১ কোটি টাকা। বিভিন্ন সমাজমাধ্যমে তাঁকে ধনকুবের বলে ঘোষণা করা হলেও সেই দাবি সংক্রান্ত তথ্য পেশ করা হয়নি।

১৩ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

পরবর্তী কালে ‘ফোর্বস মিডল ইস্ট’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধনকুবের’ হওয়া থেকে অনেকটাই দূরে রয়েছেন জ়েলেনস্কি।

১৪ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

‘দ্য মিন্ট’-এর প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে জ়েলেনস্কির একটি ফ্ল্যাট ছিল যার মূল্য প্রায় ১০ লক্ষ ডলার বা সাড়ে আট কোটি টাকা। ২০১৯ সালে জ়েলেনস্কি ইতালির ফোর্ট দে’মারমিতে একটি ভিলা কিনেছিলেন। ভিলাটি প্রায় ৪০ লক্ষ ডলারে কেনা হয়েছিল। ২০২০ সালে জ়েলেনস্কি সেটি বিক্রি করে দেন।

১৫ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

প্রেসিডেন্ট হিসাবে জ়েলেনস্কি আনুষ্ঠানিক ভাবে সরকারি বেতন পান। সেই বেতনের পরিমাণ অন্যান্য দেশের প্রেসিডেন্টের বেতনের তুলনায় কম। তাঁর মাসিক বেতন প্রায় ২৮,০০০ ইউক্রেনীয় রিভনিয়া বা ভারতীয় টাকায় প্রায় ৫৮ হাজারের কাছাকাছি। সেখানে ভারতীয় রাষ্ট্রপতির মাসিক বেতন ৫ লক্ষ টাকা।

১৬ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

রাজনীতি, দেশ চালানোর বাইরে ব্যক্তি জ়েলেনস্কির চরিত্র বেশ বর্ণময়। জীবনের শুরুতে রাজনীতির সঙ্গে তাঁর কোনও সংযোগই ছিল না। বরং সৃজনশীল দুনিয়াই তাঁকে টেনেছিল। পেশা হিসাবে অভিনয়কে বেছে নিয়েছিলেন।

১৭ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

১৯৭৮ সালের ২৫ জানুয়ারি জন্ম জ়েলেনস্কির। ইউক্রেনে ইহুদি পরিবারে জন্ম। মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে তাঁর বেড়ে ওঠা। তাঁর বাবা অলেকজ়ান্ডার জ়েলেনস্কি পেশায় অধ্যাপক এবং কম্পিউটার বিজ্ঞানী। তাঁর মা রিমা জ়েলেনস্কি ছিলেন ইঞ্জিনিয়ার।

১৮ ১৮
Ukrainian President Volodymyr Zelensky

আইন নিয়ে পড়াশোনা করেছিলেন জ়েলেনস্কি। কিভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করলেও এ পেশা নিয়ে এগোননি তিনি। ইউক্রেনের প্রথম ইহুদি প্রেসিডেন্ট জ়েলেনস্কি। একদা টিভির পর্দায় ইউক্রেনের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করা জ়েলেনস্কি সত্যি সত্যিই হয়ে ওঠেন সে দেশের প্রেসিডেন্ট।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি