Charles Sobhraj

চার্লস শোভরাজের স্ত্রী নিহিতা কোথায়? ‘বিগ বস’ খ্যাত নেপালি রহস্যময়ীকে ঘিরেও বহু প্রশ্ন

‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজের সঙ্গে নেপালি কন্যার বিয়ে আবার চর্চায়। ৬৪ বছরের শোভরাজকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন ২১ বছরের নিহিতা বিশ্বাস।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১২:২৩
০১ ১৬
আসামির দোভাষী হিসাবে জেলে পা রেখেছিলেন বছর একুশের তরুণী। প্রথম দেখাতেই সেই আসামির সঙ্গে প্রেমের জোয়ারে গা ভাসালেন ওই তরুণী। আলাপের তিন মাসের মধ্যেই জেলবন্দি অপরাধীর সঙ্গে বিয়ে। এ ভাবেই চারদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন এক বাঙালি-নেপালি কন্যা। তাঁর নাম নিহিতা বিশ্বাস। যাঁকে বিয়ে করে এই তরুণী হইচই ফেলে দিয়েছিলেন, তিনি ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ। শুক্রবার নেপালে জেল থেকে মুক্ত হলেন তিনি।

আসামির দোভাষী হিসাবে জেলে পা রেখেছিলেন বছর একুশের তরুণী। প্রথম দেখাতেই সেই আসামির সঙ্গে প্রেমের জোয়ারে গা ভাসালেন ওই তরুণী। আলাপের তিন মাসের মধ্যেই জেলবন্দি অপরাধীর সঙ্গে বিয়ে। এ ভাবেই চারদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন এক বাঙালি-নেপালি কন্যা। তাঁর নাম নিহিতা বিশ্বাস। যাঁকে বিয়ে করে এই তরুণী হইচই ফেলে দিয়েছিলেন, তিনি ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ। শুক্রবার নেপালে জেল থেকে মুক্ত হলেন তিনি।

ছবি আনন্দবাজার আর্কাইভ

০২ ১৬
বিশ্বের অপরাধ মানচিত্রে অন্যতম কুখ্যাত ঘাতক শোভরাজ। সম্প্রতি তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। প্রায় ২০ বছর ধরে কারাবাসের সাজা ভোগ করছেন তিনি। বয়সজনিত কারণ ও ভাল আচরণের জন্য তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। যা ঘিরে আবার চর্চায় শোভরাজ।

বিশ্বের অপরাধ মানচিত্রে অন্যতম কুখ্যাত ঘাতক শোভরাজ। সম্প্রতি তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। প্রায় ২০ বছর ধরে কারাবাসের সাজা ভোগ করছেন তিনি। বয়সজনিত কারণ ও ভাল আচরণের জন্য তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। যা ঘিরে আবার চর্চায় শোভরাজ।

ছবি আনন্দবাজার আর্কাইভ

০৩ ১৬
‘বিকিনি কিলার’-এর পাশাপাশি চর্চায় উঠে এসেছে তাঁর দ্বিতীয় স্ত্রী নিহিতাও। শোভরাজ ও নিহিতার প্রেমকাহিনি নতুন করে আলোচিত হচ্ছে। যে মানুষটি একের পর এক হত্যাকাণ্ড করেছেন, তাঁকেই কিনা বিয়ে!

‘বিকিনি কিলার’-এর পাশাপাশি চর্চায় উঠে এসেছে তাঁর দ্বিতীয় স্ত্রী নিহিতাও। শোভরাজ ও নিহিতার প্রেমকাহিনি নতুন করে আলোচিত হচ্ছে। যে মানুষটি একের পর এক হত্যাকাণ্ড করেছেন, তাঁকেই কিনা বিয়ে!

ছবি আনন্দবাজার আর্কাইভ

Advertisement
০৪ ১৬
সত্তরের দশকে প্রায় ২০ জনকে খুন করেছিলেন শোভরাজ। বিশেষত, পশ্চিমের হিপি পর্যটকদের শিকার করতেন এই ঘাতক। তাঁর শিকারের মধ্যে দু’জনের পরনে ছিল বিকিনি। সেই থেকেই শোভরাজ ‘বিকিনি কিলার’ নামে পরিচিত হন।

সত্তরের দশকে প্রায় ২০ জনকে খুন করেছিলেন শোভরাজ। বিশেষত, পশ্চিমের হিপি পর্যটকদের শিকার করতেন এই ঘাতক। তাঁর শিকারের মধ্যে দু’জনের পরনে ছিল বিকিনি। সেই থেকেই শোভরাজ ‘বিকিনি কিলার’ নামে পরিচিত হন।

ছবি আনন্দবাজার আর্কাইভ

০৫ ১৬
 তবে শুধু ‘বিকিনি কিলার’ নন। আরও একাধিক উপমা দেওয়া হয়েছে শোভরাজকে। তাঁকে ‘দ্য সারপেন্ট’ নামেও ডাকা হয়। অপরাধের পর সরীসৃপের মতো মসৃণ পথে পালানোর কায়দায় পটু ছিলেন শোভরাজ। তাই তাঁকে এই উপমা দেওয়া হয়েছিল।

তবে শুধু ‘বিকিনি কিলার’ নন। আরও একাধিক উপমা দেওয়া হয়েছে শোভরাজকে। তাঁকে ‘দ্য সারপেন্ট’ নামেও ডাকা হয়। অপরাধের পর সরীসৃপের মতো মসৃণ পথে পালানোর কায়দায় পটু ছিলেন শোভরাজ। তাই তাঁকে এই উপমা দেওয়া হয়েছিল।

ছবি আনন্দবাজার আর্কাইভ

Advertisement
০৬ ১৬
সেই শোভরাজকেই মুক্তির নির্দেশ দিয়েছে নেপালের শীর্ষ আদালত। তাঁকে ঘিরে চর্চার পাশাপাশি তাঁর স্ত্রী নিহিতাকে নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। কোথায় রয়েছেন নিহিতা? চার্লস-ঘরনি বহু দিন থেকেই লোকচক্ষুর আড়ালে।

সেই শোভরাজকেই মুক্তির নির্দেশ দিয়েছে নেপালের শীর্ষ আদালত। তাঁকে ঘিরে চর্চার পাশাপাশি তাঁর স্ত্রী নিহিতাকে নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। কোথায় রয়েছেন নিহিতা? চার্লস-ঘরনি বহু দিন থেকেই লোকচক্ষুর আড়ালে।

ছবি আনন্দবাজার আর্কাইভ

০৭ ১৬
 নিহিতার বাবা কলকাতার বাঙালি ব্যবসায়ী। তাঁর মা নেপালের আইনজীবী শকুন্তলা থাপা। শোভরাজের আইনজীবীও শকুন্তলা। সেই সূত্রেই শোভরাজের সঙ্গে নিহিতার আলাপ।

নিহিতার বাবা কলকাতার বাঙালি ব্যবসায়ী। তাঁর মা নেপালের আইনজীবী শকুন্তলা থাপা। শোভরাজের আইনজীবীও শকুন্তলা। সেই সূত্রেই শোভরাজের সঙ্গে নিহিতার আলাপ।

ছবি আনন্দবাজার আর্কাইভ

Advertisement
০৮ ১৬
জেলে দোভাষী চেয়েছিলেন শোভরাজ। সেই দোভাষী হিসাবেই জেলে গিয়েছিলেন নিহিতা। তার পর শোভরাজকে প্রথম দেখাতেই মোহিত হয়ে গিয়েছিলেন আইনজীবী-কন্যা।

জেলে দোভাষী চেয়েছিলেন শোভরাজ। সেই দোভাষী হিসাবেই জেলে গিয়েছিলেন নিহিতা। তার পর শোভরাজকে প্রথম দেখাতেই মোহিত হয়ে গিয়েছিলেন আইনজীবী-কন্যা।

ছবি আনন্দবাজার আর্কাইভ

০৯ ১৬
 কথার জাদুতে লোকজনকে মোহিত করার কায়দা ভালই জানতেন শোভরাজ। আর তাই শোভরাজের সঙ্গে অল্প দিনের আলাপেই তাঁকে মন দিয়ে বসেন নিহিতা। তবে তাঁদের মধ্যে বয়সের ফারাক ছিল  বিস্তর। সেই সময় শোভরাজের বয়স ছিল ৬৪। আর নিহিতার বয়স ২১। তবে প্রেমের ক্ষেত্রে বয়স কবেই বা আর বাধা হয়ে দাঁড়িয়েছে!

কথার জাদুতে লোকজনকে মোহিত করার কায়দা ভালই জানতেন শোভরাজ। আর তাই শোভরাজের সঙ্গে অল্প দিনের আলাপেই তাঁকে মন দিয়ে বসেন নিহিতা। তবে তাঁদের মধ্যে বয়সের ফারাক ছিল বিস্তর। সেই সময় শোভরাজের বয়স ছিল ৬৪। আর নিহিতার বয়স ২১। তবে প্রেমের ক্ষেত্রে বয়স কবেই বা আর বাধা হয়ে দাঁড়িয়েছে!

ছবি আনন্দবাজার আর্কাইভ

১০ ১৬
মাত্র তিন মাসের আলাপেই শোভরাজকে বিয়ে করেন নিহিতা। জেলের মধ্যেই ২০০৮ সালে গোপনে হিন্দু মতে তাঁদের বিয়ে হয়। এই খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল।

মাত্র তিন মাসের আলাপেই শোভরাজকে বিয়ে করেন নিহিতা। জেলের মধ্যেই ২০০৮ সালে গোপনে হিন্দু মতে তাঁদের বিয়ে হয়। এই খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল।

ছবি আনন্দবাজার আর্কাইভ

১১ ১৬
এর পর নিহিতা আবার চর্চায় ফেরেন ভারতীয় টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হাত ধরে। বিগ বস ৫-এ প্রথম নেপালি কন্যা হিসাবে প্রতিযোগী হন নিহিতা।

এর পর নিহিতা আবার চর্চায় ফেরেন ভারতীয় টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হাত ধরে। বিগ বস ৫-এ প্রথম নেপালি কন্যা হিসাবে প্রতিযোগী হন নিহিতা।

ছবি আনন্দবাজার আর্কাইভ

১২ ১৬
 বিগ বস মানেই কাদা ছোড়াছুড়ি হয়। নানা গসিপ হয়। এ সবের মুখোমুখি হতে হয়েছিল নিহিতাকেও। বিয়ের পর শোভরাজের সঙ্গে কি নিহিতার যৌন মিলন হয়েছিল? এক প্রতিযোগীর এই প্রশ্নের মুখে স্বভাবতই অস্বস্তিতে পড়েছিলেন নিহিতা। প্রথমে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বার বার এক প্রশ্নে বিরক্ত হয়ে জানিয়েছিলেন, তাঁদের মধ্যে এমন কোনও সম্পর্ক তৈরি হয়নি।

বিগ বস মানেই কাদা ছোড়াছুড়ি হয়। নানা গসিপ হয়। এ সবের মুখোমুখি হতে হয়েছিল নিহিতাকেও। বিয়ের পর শোভরাজের সঙ্গে কি নিহিতার যৌন মিলন হয়েছিল? এক প্রতিযোগীর এই প্রশ্নের মুখে স্বভাবতই অস্বস্তিতে পড়েছিলেন নিহিতা। প্রথমে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বার বার এক প্রশ্নে বিরক্ত হয়ে জানিয়েছিলেন, তাঁদের মধ্যে এমন কোনও সম্পর্ক তৈরি হয়নি।

ছবি আনন্দবাজার আর্কাইভ

১৩ ১৬
তবে বিগ বসে বেশি দূর এগোতে পারেননি নিহিতা। প্রথম সপ্তাহেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন নিহিতা। বিগ বসের ওই প্রতিযোগীর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন নিহিতার মা শকুন্তলা। তিনি বলেছিলেন, ‘‘শোভরাজ জেলে বন্দি। নিহিতা নয়। এক জন বন্দির সঙ্গে কী ভাবে যৌন সম্পর্ক স্থাপন হবে?’’

তবে বিগ বসে বেশি দূর এগোতে পারেননি নিহিতা। প্রথম সপ্তাহেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন নিহিতা। বিগ বসের ওই প্রতিযোগীর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন নিহিতার মা শকুন্তলা। তিনি বলেছিলেন, ‘‘শোভরাজ জেলে বন্দি। নিহিতা নয়। এক জন বন্দির সঙ্গে কী ভাবে যৌন সম্পর্ক স্থাপন হবে?’’

ছবি আনন্দবাজার আর্কাইভ

১৪ ১৬
 শোভরাজকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে খুশি নিহিতার মা তথা আইনজীবী। শকুন্তলা বলেছেন, ‘‘সরকার ওকে বন্দি করে রেখেছিল। সুপ্রিম কোর্ট ওকে বিচার দিল। এই বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলাম। আমি খুশি।’’

শোভরাজকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে খুশি নিহিতার মা তথা আইনজীবী। শকুন্তলা বলেছেন, ‘‘সরকার ওকে বন্দি করে রেখেছিল। সুপ্রিম কোর্ট ওকে বিচার দিল। এই বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলাম। আমি খুশি।’’

ছবি আনন্দবাজার আর্কাইভ

১৫ ১৬
শোভরাজ নির্দোষ ছিলেন— এ কথা অতীতে বলেছিলেন নিহিতা। শোভরাজের দোভাষী হয়ে যখন জেলে গিয়েছিলেন নিহিতা, সেই সময় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন,  শোভরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তা মিথ্যা।

শোভরাজ নির্দোষ ছিলেন— এ কথা অতীতে বলেছিলেন নিহিতা। শোভরাজের দোভাষী হয়ে যখন জেলে গিয়েছিলেন নিহিতা, সেই সময় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, শোভরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তা মিথ্যা।

ছবি আনন্দবাজার আর্কাইভ

১৬ ১৬
 শোভরাজকে মুক্তির নির্দেশের পর এখনও পর্যন্ত নিহিতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলা ভাল, বহু দিন থেকেই কার্যত অন্তরালে তিনি। ‘বিকিনি কিলার’কে নিয়ে যখন আবার চর্চা চলছে, তখন নিহিতা কোথায়? এ প্রশ্ন তাড়া করেছে কৌতূহলীদের মনে।

শোভরাজকে মুক্তির নির্দেশের পর এখনও পর্যন্ত নিহিতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলা ভাল, বহু দিন থেকেই কার্যত অন্তরালে তিনি। ‘বিকিনি কিলার’কে নিয়ে যখন আবার চর্চা চলছে, তখন নিহিতা কোথায়? এ প্রশ্ন তাড়া করেছে কৌতূহলীদের মনে।

ছবি আনন্দবাজার আর্কাইভ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি