Murder

প্রেমের টানে ৫০০০ কিমি পাড়ি দেওয়া প্রেমিকাকে খুন করে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করলেন যুবক!

শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, প্রায় একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এল। এ ক্ষেত্রে প্রেমিকাকে খুন করে গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রির অভিযোগ উঠেছে ‘প্রেমিকের’ বিরুদ্ধে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৫:১৯
০১ ১৬
শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনই প্রায় একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এল। এ ক্ষেত্রে প্রেমিকাকে খুন করে গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘প্রেমিকের’ বিরুদ্ধে।

শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনই প্রায় একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এল। এ ক্ষেত্রে প্রেমিকাকে খুন করে গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘প্রেমিকের’ বিরুদ্ধে।

০২ ১৬
শুধু গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দেওয়াই নয়, অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য প্রেমিকার দেহ টুকরো টুকরো করে সমুদ্রের জলে ভাসিয়েও দিয়েছেন প্রেমিক।

শুধু গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দেওয়াই নয়, অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য প্রেমিকার দেহ টুকরো টুকরো করে সমুদ্রের জলে ভাসিয়েও দিয়েছেন প্রেমিক।

০৩ ১৬
ব্লাঙ্কা আরেলানো। বয়স ৫১। মেক্সিকোর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপে তাঁর পরিচয় হয়েছিল পেরুর বাসিন্দা হুয়ান পাবলোর সঙ্গে। তাঁদের দু’জনের মধ্যে সেই সম্পর্ক অনেক দূর গড়ায়।

ব্লাঙ্কা আরেলানো। বয়স ৫১। মেক্সিকোর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপে তাঁর পরিচয় হয়েছিল পেরুর বাসিন্দা হুয়ান পাবলোর সঙ্গে। তাঁদের দু’জনের মধ্যে সেই সম্পর্ক অনেক দূর গড়ায়।

Advertisement
০৪ ১৬
পাবলোর প্রেমে মজে তাঁর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন ব্লাঙ্কা। পরিবারের সদস্যদের কাছে তাঁর এই সম্পর্কের কথাও জানিয়েছিলেন ব্লাঙ্কা। তাঁরা এই সম্পর্কে সম্মতিও দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পাবলোর প্রেমে মজে তাঁর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন ব্লাঙ্কা। পরিবারের সদস্যদের কাছে তাঁর এই সম্পর্কের কথাও জানিয়েছিলেন ব্লাঙ্কা। তাঁরা এই সম্পর্কে সম্মতিও দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

০৫ ১৬
অন্য দিকে, পাবলোও নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন ব্লাঙ্কাকে। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে মেক্সিকো থেকে ৫০০০ কিলোমিটার উজিয়ে ব্লাঙ্কা পৌঁছে গিয়েছিলেন প্রেমিকের কাছে।

অন্য দিকে, পাবলোও নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন ব্লাঙ্কাকে। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে মেক্সিকো থেকে ৫০০০ কিলোমিটার উজিয়ে ব্লাঙ্কা পৌঁছে গিয়েছিলেন প্রেমিকের কাছে।

Advertisement
০৬ ১৬
পুলিশ সূত্রে খবর, পেরুতে যাওয়ার আগে ব্লাঙ্কা তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে, তিনি কয়েক দিনের জন্য পেরুর রাজধানী লিমায় যাচ্ছেন। ডেটিং অ্যাপে যে মানুষটির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, তাঁর সঙ্গে কয়েক দিন কাটিয়ে আবার ফিরে আসবেন।

পুলিশ সূত্রে খবর, পেরুতে যাওয়ার আগে ব্লাঙ্কা তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে, তিনি কয়েক দিনের জন্য পেরুর রাজধানী লিমায় যাচ্ছেন। ডেটিং অ্যাপে যে মানুষটির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, তাঁর সঙ্গে কয়েক দিন কাটিয়ে আবার ফিরে আসবেন।

০৭ ১৬
পেরুর হুয়াচো সৈকতশহরে থাকতেন ব্লাঙ্কার প্রেমিক পাবলো। পুলিশ সূত্রে খবর, ব্লাঙ্কা নভেম্বরের গোড়াতেই হুয়াচো শহরে পোঁছন। সেখান থেকে বাড়িতে যোগাযোগও করেছিলেন।

পেরুর হুয়াচো সৈকতশহরে থাকতেন ব্লাঙ্কার প্রেমিক পাবলো। পুলিশ সূত্রে খবর, ব্লাঙ্কা নভেম্বরের গোড়াতেই হুয়াচো শহরে পোঁছন। সেখান থেকে বাড়িতে যোগাযোগও করেছিলেন।

Advertisement
০৮ ১৬
ব্লাঙ্কা বাড়িতে বলে গিয়েছিলেন, কয়েক দিনের জন্য যাচ্ছেন। শুধু তাই নয়, হুয়াচো পৌঁছে ভাইঝি কার্লা আরেলানোকে ফোন করে জানিয়েছিলেন যে, তাঁর প্রেমিকের সঙ্গে ভালই দিন কাটছে। কিন্তু সেটাই ছিল তাঁর শেষ ফোন।

ব্লাঙ্কা বাড়িতে বলে গিয়েছিলেন, কয়েক দিনের জন্য যাচ্ছেন। শুধু তাই নয়, হুয়াচো পৌঁছে ভাইঝি কার্লা আরেলানোকে ফোন করে জানিয়েছিলেন যে, তাঁর প্রেমিকের সঙ্গে ভালই দিন কাটছে। কিন্তু সেটাই ছিল তাঁর শেষ ফোন।

০৯ ১৬
বেশ কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর ব্লাঙ্কার কোনও ফোন বা উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, এর পর ব্লাঙ্কার সঙ্গে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।

বেশ কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর ব্লাঙ্কার কোনও ফোন বা উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, এর পর ব্লাঙ্কার সঙ্গে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।

১০ ১৬
৭ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে যান ব্লাঙ্কা। ১২ নভেম্বর তাঁর ভাইঝি কার্লা টুইট করেন, “কোনও দিন ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমি আপনাদের সহযোগিতা চাইছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে খুঁজে পাচ্ছি না। পেরুতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন আমার কাকিমা ব্লাঙ্কা আরেলানো।”

৭ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে যান ব্লাঙ্কা। ১২ নভেম্বর তাঁর ভাইঝি কার্লা টুইট করেন, “কোনও দিন ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমি আপনাদের সহযোগিতা চাইছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে খুঁজে পাচ্ছি না। পেরুতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন আমার কাকিমা ব্লাঙ্কা আরেলানো।”

১১ ১৬
ব্লাঙ্কার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে। মেক্সিকোর পুলিশ যোগাযোগ করে পেরু পুলিশের সঙ্গে। ইতিমধ্যে হুয়াচোর সমুদ্রসৈকতে এক মহিলার কাটা হাত উদ্ধার হয়। আঙুলে একটি আংটি ছিল। সেখান থেকে মেক্সিকো পুলিশের কাছে ওই ছবি পাঠায় পেরু পুলিশ। শনাক্তকরণের জন্য থানায় ডাকা হয় ব্লাঙ্কার পরিবারের সদস্যদের। আংটি দেখেই চিনতে পারেন তাঁরা। হাতটি ব্লাঙ্কারই।

ব্লাঙ্কার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে। মেক্সিকোর পুলিশ যোগাযোগ করে পেরু পুলিশের সঙ্গে। ইতিমধ্যে হুয়াচোর সমুদ্রসৈকতে এক মহিলার কাটা হাত উদ্ধার হয়। আঙুলে একটি আংটি ছিল। সেখান থেকে মেক্সিকো পুলিশের কাছে ওই ছবি পাঠায় পেরু পুলিশ। শনাক্তকরণের জন্য থানায় ডাকা হয় ব্লাঙ্কার পরিবারের সদস্যদের। আংটি দেখেই চিনতে পারেন তাঁরা। হাতটি ব্লাঙ্কারই।

১২ ১৬
কাটা হাত উদ্ধারের পর দিন আবারও ক্ষতবিক্ষত কাটা মুন্ডু এবং কিছু দেহাংশ ভেসে আসে হুয়াচো সৈকতে। পুলিশ সেগুলি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়।

কাটা হাত উদ্ধারের পর দিন আবারও ক্ষতবিক্ষত কাটা মুন্ডু এবং কিছু দেহাংশ ভেসে আসে হুয়াচো সৈকতে। পুলিশ সেগুলি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়।

১৩ ১৬
ব্লাঙ্কার পরিবারের অভিযোগের ভিত্তিতে হুয়াচো থেকে তাঁর প্রেমিক পাবলোকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে পুলিশ জানতে পারে, ব্লাঙ্কাকে খুন করেছেন তিনি।

ব্লাঙ্কার পরিবারের অভিযোগের ভিত্তিতে হুয়াচো থেকে তাঁর প্রেমিক পাবলোকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে পুলিশ জানতে পারে, ব্লাঙ্কাকে খুন করেছেন তিনি।

১৪ ১৬
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ উধাও ছিল। সেই অঙ্গপ্রত্যঙ্গ কোথায় তা জানার জন্য পাবলোকে চাপ দেওয়া শুরু করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ উধাও ছিল। সেই অঙ্গপ্রত্যঙ্গ কোথায় তা জানার জন্য পাবলোকে চাপ দেওয়া শুরু করে পুলিশ।

১৫ ১৬
পুলিশ সূত্রে খবর, জেরায় পাবলো স্বীকার করেছেন যে, ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে কোনও চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেরায় পাবলো স্বীকার করেছেন যে, ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে কোনও চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

১৬ ১৬
ঠিক একই ভাবে শ্রদ্ধা ওয়ালকরের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয়েছিল আফতাব আমিন পুনাওয়ালার। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ টুকরো করে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। যে হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

ঠিক একই ভাবে শ্রদ্ধা ওয়ালকরের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয়েছিল আফতাব আমিন পুনাওয়ালার। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ টুকরো করে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। যে হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি