
বয়স ত্রিশও পেরোয়নি। চলচ্চিত্রজগতের সঙ্গে জড়িত হলেও বলিপাড়ায় তিনি ছিলেন ‘বহিরাগত’। বলিউডের সেই বহিরাগতই এখন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের মতো বলি নায়িকাদের টেক্কা দিচ্ছেন। ১৬ মাসের মধ্যে তাঁর ছবিগুলি বক্স অফিস থেকে ৩৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তিনি আর কেউ নন, সেই নায়িকার নাম রশ্মিকা মন্দানা।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামে কন্নড় ভাষার ছবির মাধ্যমে অভিনয়ে পদার্পণ রশ্মিকার। কেরিয়ারের প্রথম ছবিই প্রশংসা পেয়েছিল তাঁর। তার পর ন’বছর কেটে গিয়েছে রশ্মিকার কেরিয়ারে। কন্নড় ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

কম সময়ের মধ্যে দক্ষিণী ফিল্মজগতে ‘মিষ্টি’ অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা পেয়ে যান রশ্মিকা। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সীতা রামম’, ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো সফল দক্ষিণী ছবি কেরিয়ারের ঝুলিতে ভরেছেন তিনি।

দক্ষিণী ফিল্মজগতে জনপ্রিয়তা পেলেও বলিপাড়ায় ‘বহিরাগত’ ছিলেন রশ্মিকা। ২০২২ সালে ‘গুডবাই’ ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেন ২৮ বছরের অভিনেত্রী।

দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে নায়িকা এত জনপ্রিয়, তাঁর প্রথম হিন্দি ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন ছিলেন ‘গুডবাই’ ছবির নায়ক। ছবি ব্যর্থ হলেও হাল ছাড়েননি রশ্মিকা।

২০২৩ সালে রশ্মিকাকে আবার হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়। তবে তা ওটিটির পর্দায়। বলি অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন রশ্মিকা। তবুও তাঁর অভিনয় বিশেষ নজরে পড়েনি।

ওটিটির পর্দা ছেড়ে আবার বড় পর্দার দিকে পা বাড়ান রশ্মিকা। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’ নামের একটি হিন্দি ছবি। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা।

রণবীর কপূরের বিপরীতে জুটি বেঁধে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেন রশ্মিকা। ইতিমধ্যেই ‘পুষ্পা: দ্য রাইজ়’ নামের দক্ষিণী ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করে বিখ্যাত হয়ে উঠেছেন তিনি।

‘অ্যানিম্যাল’ ছবিটি হিন্দি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করে রশ্মিকার হিন্দি ছবি।

২০২৪ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা ২: দ্য রুল’। তেলুগু ভাষার এই ছবিতে অভিনয় করেন রশ্মিকা। এই ছবিটি হিন্দি ভাষায়ও মুক্তি পায়।

বলিপাড়া সূত্রে খবর, হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি বক্স অফিস থেকে ৮১২ কোটি টাকার ব্যবসা করে। বিশ্ব জুড়ে এই ছবি ১৬০০ কোটি টাকার ব্যবসা করেছে।

চলতি বছরে মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয় ‘ছাওয়া’। এই ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা ভিকি কৌশলকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা। এই ছবিতে যেসুবাই ভোসলের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বলিপাড়া সূত্রে খবর, ‘ছাওয়া’ ছবিটিও বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে।

বলিপাড়া সূত্রে জানা যায়, হিন্দি ছবি থেকে রশ্মিকা বক্স অফিসকে ১৮০০ কোটি টাকার বেশি ব্যবসা করে দিয়েছেন।

এমনকি, ১৬ মাসের ব্যবধানে পর পর তিনটি ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া বক্স অফিসে ৩৩০০ কোটি টাকার ব্যবসা করেছেন রশ্মিকা। বলিউডের অধিকাংশের দাবি, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের মতো বলি নায়িকাকে গোল দিয়েছেন রশ্মিকা।

চলতি বছরে ‘সিকন্দর’ নামের একটি হিন্দি ছবি মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে বলিউডের 'ভাইজান' সলমন খানের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা।
সব ছবি: সংগৃহীত।