Andrew Tate

নারীদের তুলনা কুকুরের সঙ্গে! রাখতেন যৌনদাসী, আবার বিপাকে স্বঘোষিত নারীবিদ্বেষী ধনকুবের

অনেক আগেই নারীবিদ্বেষী হিসাবে কুখ্যাতি অর্জন করেছেন নেটপ্রভাবী অ্যান্ড্রু। পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য বিস্তারের স্বপক্ষে কথা বলে এবং যৌনতাবাদী বিষয়বস্তু তৈরি করে বহু অনুরাগীও তৈরি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১২:৩৯
০১ ২৪
Andrew Tate

গত ৯ মার্চ রোমানিয়া থেকে ফ্লরিডায় পৌঁছেছেন স্বঘোষিত নারীবিদ্বেষী অ্যান্ড্রু টেট এবং তাঁর ভাই ট্রিস্টান। আমেরিকার সেই প্রদেশে তাঁদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে, যা উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে ফ্লরিডা জুড়ে। উচ্চ পর্যায়ের তদন্তও শুরু করেছে প্রশাসন।

০২ ২৪
Andrew Tate

অনেক আগেই নারীবিদ্বেষী হিসাবে কুখ্যাতি অর্জন করেছেন নেটপ্রভাবী অ্যান্ড্রু। পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য বিস্তারের স্বপক্ষে কথা বলে এবং যৌনতাবাদী বিষয়বস্তু তৈরি করে বহু অনুরাগী তৈরি করেছেন তিনি।

০৩ ২৪
Andrew Tate

২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন অ্যান্ড্রু। তাঁর বিরুদ্ধে সংগঠিত অপরাধের গোষ্ঠী গঠন এবং মানবপাচারের অভিযোগ আনা হয়েছিল। একই সঙ্গে তাঁর এবং তাঁর ভাই ট্রিস্টানের রোমানিয়া ছেড়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল।

Advertisement
০৪ ২৪
Andrew Tate

ফেব্রুয়ারির শেষের দিকে দুই ভাইয়ের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা উঠে গেলে একটি ব্যক্তিগত বিমানে রোমানিয়া ত্যাগ করেন তাঁরা। আমেরিকা এবং ব্রিটেন— দু’দেশেরই নাগরিকত্ব রয়েছে অ্যান্ড্রু এবং ট্রিস্টানের কাছে। তবে ফ্লরিডা পৌঁছে নতুন করে তদন্তের মুখোমুখি হয়েছেন তাঁরা।

০৫ ২৪
Andrew Tate

তবে ট্রিস্টান যতটা না কুখ্যাত, তাঁর দাদা অ্যান্ড্রু তার থেকে অনেক বেশি কুখ্যাত। কিন্তু কেন? অ্যান্ড্রু ছিলেন পেশাদার ক্রীড়াবিদ। সেখান থেকে তিনি স্বঘোষিত নারীবিদ্বেষী গুরু হন। একই সঙ্গে তিনি অগাধ সম্পত্তির মালিক।

Advertisement
০৬ ২৪
Andrew Tate

রোমানিয়ার ধনকুবের অ্যান্ড্রুকে নিয়ে বিতর্ক ছিল বহু দিন ধরেই। প্রকাশ্যে বার বার কটু কথা বলেও কী ভাবে পার পেয়ে যান তিনি, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। তবে তার উত্তর বহু দিন অধরাই ছিল।

০৭ ২৪
Andrew Tate

রীতিমতো ওয়েবসাইট খুলে নারীদের যৌনাচারের ভিডিয়ো প্রচার করতেন অ্যান্ড্রু ও তাঁর ভাই ট্রিস্টান। সঙ্গে চলত নিজেদের নারীবিদ্বেষী এবং পুরুষতান্ত্রিক মতবাদের প্রচার। ‘হাসলার ইউনিভার্সিটি’ নামে একটি ওয়েবসাইট থেকে সেই মত প্রচার করতেন দুই ভাই। অভিযোগ, এ সবের আড়ালে চলত নারী পাচারও। এ ভাবেই অন্তত ৮০০ কোটি টাকার মালিক হয়ে ওঠেন অ্যান্ড্রু।

Advertisement
০৮ ২৪
Andrew Tate

২০২২ সালের ডিসেম্বর মাসে পুলিশের কাছে এক মহিলা অভিযোগ করেন, অ্যান্ড্রু দিনের পর দিন তাঁকে আটকে রেখে যৌন হেনস্থা করেছেন। বলপূর্বক তুলেছেন যৌনাচারের ভিডিয়োও। তার পরই তদন্ত শুরু করে রোমানিয়া প্রশাসন।

০৯ ২৪
Andrew Tate

প্রাথমিক তদন্তের পর রোমানিয়া প্রশাসনের অভিযোগ ছিল, অন্তত ৬ জন মহিলাকে আটকে রেখেছিলেন অ্যান্ড্রু এবং তাঁর সঙ্গীরা। প্রাথমিক তদন্তের পর রোমানিয়া প্রশাসন জানিয়েছিল, এর আগে ২০১৫ সালেও ধর্ষণের অভিযোগ উঠেছিল টেটের বিরুদ্ধে। সে সময় ব্রিটেনে ছিলেন তিনি। অভিযোগ থেকে বাঁচতে তিনি পালিয়ে রোমানিয়া চলে যান।

১০ ২৪
Andrew Tate

৬ জন অভিযোগকারিণী প্রশাসনকে জানিয়েছিলেন, প্রেমের প্রতিশ্রুতি দিয়ে ফাঁসানো হয়েছিল তাঁদের। প্রথমে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার পর শুরু হয় যৌন উৎপীড়ন। এর পর তাঁদের নিয়ে যাওয়া হত বুখারেস্টের একটি অট্টালিকায়। সেখানেই জোর করে তাঁদের পর্ন ছবিতে নামতে বাধ্য করা হত বলে অভিযোগ।

১১ ২৪
Andrew Tate

জনপ্রিয় হওয়ার সময় থেকে অ্যান্ড্রু সমাজমাধ্যমে নিজের বিলাসবহুল জীবনযাত্রার ছবি এবং ভিডিয়ো প্রকাশ করতেন নিয়মিত। চুরুট হাতে বিলাসবহুল গাড়িতে চেপে ছবিও দিতেন। সমাজমাধ্যমে অ্যান্ড্রু এক সময় দাবি করেছিলেন, ফেরারি, বুগাত্তি-সহ তাঁর ৩৩টি বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০২২ সালে তাঁর ১০টির বেশি গাড়ি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

১২ ২৪
Andrew Tate

প্রভাবী হওয়ার আগে পেশাদার কিকবক্সার ছিলেন অ্যান্ড্রু। ২০০৫ সালে ‘কিং কোবরা’ নামে ওই খেলায় বেশ নাম করেন। লাইট হেভিওয়েট বিভাগে দু’টি বিশ্বখেতাবও জিতেছেন তিনি। পরে এমএমএ-তেও নামেন তিনি। গ্রেফতার হওয়ার আগেও রোমানিয়ার একটি এমএমএ সংস্থার হয়ে ধারাভাষ্য দিতেন তিনি।

১৩ ২৪
Andrew Tate

কিন্তু ২০১৬ সালের আগে পর্যন্ত রিংয়ের বাইরে অ্যান্ড্রুর পরিচিতি বিশেষ ছিল না। ব্রিটেনে ‘বিগ বস’-এর ধাঁচে একটি রিয়্যালিটি শো হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টেট। কিন্তু সেখানে সমকাম-বিরোধী এবং বর্ণবৈষম্যমূলক কথা বলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এক মহিলাকে বেল্ট দিয়ে আঘাত করার ভিডিয়োও প্রকাশ্যে আসে। তার পরই অনুষ্ঠান থেকে ছেঁটে ফেলা হয় তাঁকে।

১৪ ২৪
Andrew Tate

অনুষ্ঠান থেকে বাদ পড়লেও নিজের ওই আচরণকে মূলধন করে নেটমাধ্যমে আত্মপ্রচার শুরু করেন অ্যান্ড্রু। সময়ের সঙ্গে বাড়তে থাকে অনুরাগীর সংখ্যা। ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রায় ৫০ লক্ষ অনুরাগী তৈরি হয়েছিল তাঁর।

১৫ ২৪
Andrew Tate

খেলার সূত্রেই অ্যান্ড্রু নিয়মিত শরীরচর্চা করেন। নিজের সুঠাম শরীর নিয়েও গর্বের শেষ ছিল না তাঁর। খালি গায়ে ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে ছবি দিতেন তিনি। সেই সব ছবিতে হাজারে হাজারে লাইক পড়ত।

১৬ ২৪
Andrew Tate

শুধু ধনসম্পদ কিংবা শরীর নয়, নিজেকে পুরুষতান্ত্রিকতার গুরু হিসাবে নেটমাধ্যমে প্রচার করাও শুরু করেছিলেন টেট। বিভিন্ন নারীবিদ্বেষী ভিডিয়ো প্রচার করতে শুরু করেন তিনি। নিজেকে প্রকাশ্যেই নারীবিদ্বেষী বলেও ঘোষণা করেন টেট। নিজের ‘মতবাদ’ যাতে আরও ছড়িয়ে পড়ে, তাই কী ভাবে ‘দাদাগিরি’ করতে হবে তার পাঠও দিতে শুরু করেন নেটমাধ্যমে।

১৭ ২৪
Andrew Tate

শেষ পর্যন্ত ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটমাধ্যমে প্রচার বন্ধ হলেও নিজের ওয়েবসাইটে কর্মকাণ্ড জারি রেখেছিলেন অ্যান্ড্রু। অভিযোগ, সেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভক্তদের নারীবিদ্বেষী ভিডিয়ো দেখাতেন তিনি।

১৮ ২৪
Andrew Tate

রোমানিয়া প্রশাসনের দাবি, দাদার থেকে কোনও অংশে কম যান না ভাই ট্রিস্টানও। ইনস্টাগ্রামে তাঁরও অনুরাগীর সংখ্যা ২৩ লক্ষের কাছাকাছি। দাদার মতো তিনিও কিকবক্সিং করতেন। কিন্তু সফল হননি। পরে দাদার ‘ব্যবসা’য় হাত লাগান। ট্রিস্টানও দাদার মতোই নিজের বিলাসবহুল জীবনের প্রচার করতেন নেটমাধ্যমে।

১৯ ২৪
Andrew Tate

নিজেদের সাইটকে বিশ্ববিদ্যালয় বলেও ঘোষণা করেছিলেন দুই ভাই। গুরু সেজে নিজেদের মতবাদ প্রচার করা শুরু করেছিলেন। কখনও নারীদের কুকুরদের সঙ্গে তুলনা করে, আবার ‘ধর্ষণের জন্য নারীরাই দায়ী’ মন্তব্য করে বিতর্কে জড়ান তাঁরা।

২০ ২৪
Andrew Tate

নারীরা পুরুষদের কেনা পণ্যের মতো, অ্যান্ড্রু কার্যত এমন কথাই প্রচার করেছিলেন বলে অভিযোগ। প্রশাসনের অভিযোগ ছিল, যে মহিলাদের আটকে রেখেছিলেন অ্যান্ড্রু এবং তাঁর সঙ্গীরা, তাঁদের সঙ্গে যৌনদাসীর মতো ব্যবহার করা হত। এমনকি, বন্দি মহিলাদের শরীরে ‘টেটের গোলাম’ বলে ট্যাটুও করে দেওয়া হয় বলে অভিযোগ।

২১ ২৪
Andrew Tate

ইলন মাস্ক টুইটারের ক্ষমতা দখল করার পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছিলেন বহু বিতর্কিত ব্যক্তিই। এই তালিকায় ছিলেন অ্যান্ড্রুও। টুইটারে ফেরার পর ফের শুরু হয়েছিল কটূক্তি। হুঙ্কার দিয়েছিলেন, প্রশাসনকে ভয় না পাওয়ারও।

২২ ২৪
Andrew Tate

২৭ ডিসেম্বর পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের উদ্দেশে কটাক্ষ করে একটি টুইট করেছিলেন অ্যান্ড্রু। তার কড়া জবাব দেন গ্রেটা। গ্রেটার সেই টুইট ভাইরাল হয়। টেটকে যোগ্য জবাব দিয়েছেন বলে অনেকেই তারিফ করেছিলেন পরিবেশকর্মীর।

২৩ ২৪
Andrew Tate

ঘটনাচক্রে তার পরই টেটের বিরুদ্ধে নড়েচড়ে বসে রোমানিয়া প্রশাসন। পুলিশের কাছে এক মহিলা আগে অভিযোগ করেছিলেন, টেট দিনের পর দিন তাঁকে আটকে রেখে যৌন হেনস্থা করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ২৯ ডিসেম্বর অ্যান্ড্রু টেট, ট্রিস্টান টেট-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণ এবং নারীপাচারের মতো মারাত্মক অভিযোগে বুখারেস্ট থেকে গ্রেফতার হন তাঁরা।

২৪ ২৪
Andrew Tate

গ্রেফতারের পর টেট পুলিশ ও প্রশাসনকেও গালিগালাজ করেছিলেন বলে অভিযোগ। এর পরে ২০২৩ এবং ২০২৪ সালেও একাধিক অভিযোগ উঠেছিল অ্যান্ড্রু এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ২০২৫ সালে ফ্লরিডায় তাঁদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি