
বলিউডের ‘বিগ বি’র সন্তান বলে কথা! কেরিয়ারে একের পর এক সফল ছবি থাকার কথা বচ্চন-পুত্রের। কিন্তু বচ্চন পরিবারের পুত্রবধূ যে মাঠে দুর্দান্ত খেললেন, সে মাঠই অধরা থেকে গেল অভিষেক বচ্চনের।

পাঁচ দশকের কেরিয়ারে ২০০টির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অমিতাভ বচ্চন। এখনও কেরিয়ারের ঝুলিতে ভরে চলেছেন সফল ছবি। হিন্দি ভাষার ছবির পাশাপাশি অভিনয় করেছেন ‘কল্কি ২৮৯৮এডি’র মতো দক্ষিণী ছবিতেও।

বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্মজগৎ, এমনকি হলিউডেও অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। বলিপাড়ায় পা রাখার আগে তামিল ভাষার ‘ইরুভার’ ছবির মাধ্যমেই অভিনয় শুরু ঐশ্বর্যার। কিন্তু পিতা এবং স্ত্রীর মতো দক্ষিণী ফিল্মজগতে পা ফেলতে পারেননি অভিষেক। অথচ সেই সুযোগ পেয়েছিলেন তিনি।

২০১৮ সালে সি.প্রেম কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘৯৬’ নামের তামিল ভাষার একটি ছবি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং তৃষা কৃষ্ণনকে।

রোম্যান্টিক ঘরানার ‘৯৬’ ছবিটি মুক্তির পর এমন জনপ্রিয়তা পেয়ে যায় যে, তার চিত্রনাট্য অনুকরণ করে রিমেক বানানো হয়। ২০১৯ সালে কন্নড় ভাষায় ‘৯৯’ এবং ২০২০ সালে তেলুগু ভাষায় ‘জানু’ নামে ছবিটির রিমেক মুক্তি পায়।

তবে ‘৯৬’ ছবিটি তামিল ভাষায় হওয়ার কথাই নাকি ছিল না। হিন্দি ভাষায় এই ছবিটি মুক্তির কথা ভেবেছিলেন পরিচালক। এমনকি, ছবির চিত্রনাট্যও বলিপাড়ার দর্শকের কথা চিন্তা করে নির্মাণ করা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘৯৬’ ছবির পরিচালক প্রেম জানান যে, সেই ছবির মুখ্যচরিত্র হিসাবে বিজয়ের কথা প্রথমে চিন্তাই করেননি তিনি। বরং নায়ক হিসাবে তাঁর প্রথম পছন্দ ছিলেন অভিষেক।

প্রেম জানান, ‘৯৬’ ছবিটি হিন্দি ভাষায় মুক্তি পাক এমনটাই চেয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, অভিষেককে কল্পনা করেই ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছিল।

‘৯৬’ ছবিতে অভিষেককে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেওছিলেন প্রেম। কিন্তু তাঁর ইচ্ছাপূরণ হয়নি।

সাক্ষাৎকারে প্রেম বলেন, ‘‘অভিষেককে প্রস্তাব দিতে চেয়েছিলাম। কিন্তু ওঁর সঙ্গে কী ভাবে যোগাযোগ করব তা জানা ছিল না।’’ অগত্যা সমস্ত পরিকল্পনার ইতি হয় পরিচালকের।

অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিত্রনাট্যের ধরন খানিকটা বদলে ফেলা হয়। তামিল ভাষায় ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন প্রেম।

কানাঘুষো শোনা যায়, ১৮ কোটি টাকা খরচ করে ‘৯৬’ ছবিটি তৈরি করা হয়েছিল। কিন্তু মুক্তির পর ছবিটি বাজেটের প্রায় তিন গুণ ব্যবসা করে।

দক্ষিণী ফিল্মপাড়া সূত্রে খবর, ‘৯৬’ ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করে।

সবই ভাগ্যের খেলা। প্রেম যদি অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে সফল হতেন এবং অভিষেক যদি ‘৯৬’ ছবিতে অভিনয় করতে রাজি হতেন তা হলে বচ্চন-পুত্রের কেরিয়ারে একটি সফল ছবি যোগ হত।

দক্ষিণী পরিচালক প্রেমের হাত ধরে দক্ষিণী ফিল্মজগতের সঙ্গেও পরিচিতি তৈরি হয়ে যেত অভিষেকের। কোনও দক্ষিণী ছবিতে অভিনয়ের সুযোগও পেতে পারতেন তিনি। কিন্তু তাঁর হাত থেকে একটি সফল ছবি ফস্কে গেল। দক্ষিণী ছবির জগতে অভিষেকও হল না অভিষেকের।
সব ছবি: সংগৃহীত।