প্রতীকী চিত্র
বর্তমানে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের বলে গণ্য করা হয় মিউচুয়াল ফান্ডকে। অনেকের মতে, লাভজনক বিনিয়োগের বিকল্প এটি। তবে অনেকেই এমন আছেন, যাঁরা বিনিয়োগ করবেন ভেবেও সাহস পাচ্ছেন না। কারণ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার সঠিক উপায় কী তা অনেকেই জানেন না। তাঁদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং বিনিয়োগ থেকে সেরা রিটার্ন নিশ্চিত করতে মিউচুয়াল ফান্ডে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।
কিন্তু কী ভাবে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন?
বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দু’টি উপায় রয়েছে। একটি উপায় হল একটি ‘লাম্পসাম’ বিনিয়োগ, অর্থাৎ এককালীন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা এবং অন্যটি হল একটি ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি’ অর্থাৎ নির্দিষ্ট ব্যবধানে ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা।
‘লাম্পসাম’ বিনিয়োগ, বিনিয়োগকারীরা এক বারে তাঁদের ইচ্ছা মতো ইউনিট কিনতে পারেন। এই বিনিয়োগ অতিরিক্ত সম্পদ ও সিকুইডিটি তৈরিতে সাহায্য করে। ‘লাম্পসাম’ বিনিয়োগের মূলমন্ত্র হল, কোন সময় বিনিয়োগ করা হচ্ছে।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (SIPs), বিনিয়োগকারী নির্দিষ্ট বিরতিতে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে পারেন। এই পরিমাণ সাধারণত বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয়।
তা হলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য বেশি সুবিধাজনক কোনটি: ‘লাম্পসাম’ না কি ‘এসআইপি’? তুলনামূলক আলোচনা করা যাক নীচের টেবিলে।
অতএব, উভয়েরই সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। একজন বিনিয়োগকারীকে তাঁদের আর্থিক লক্ষ্য, বাজারে বিনিয়োগ করার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার আগ্রহের ভিত্তিতে দু’টির মধ্যএ বেছে নেওয়া উচিত। যেমন, এসআইপি এমন একজন বিনিয়োগকারীর জন্য একটি ভাল বিকল্প, যার অনেকটা পরিমাণ টাকা নেই, কিন্তু প্রতি মাসে তাঁর বেতনের একটি ছোট অংশ বিনিয়োগ করতে পারেন। আবার যাঁর কাছে অঢেল নগদ টাকা রয়েছে এবং বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে, তিনি ‘লাম্পসাম’ বিনিয়োগ করতে পারেন। কারণ এটি উচ্চ-ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।
‘টাকা টক্’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।