Beauty Tips

Skin Care: ‘নর্মাল স্কিন’ কী? স্বাভাবিক ত্বক বলে কিছু হয় কি

নর্মাল অর্থাৎ, স্বাভাবিক। কার ত্বক স্বাভাবিক বলা যায়? সেই ত্বকে কি কখনও আসে না তেলতেলে ভাব?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৪:৩৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নর্মাল স্কিন। অয়লি স্কিন। ড্রাই স্কিন।

রূপচর্চা সংক্রান্ত কোনও একটি জিনিস কিনতে গেলেই হল। এমন হাজার কথা লেখা থাকে। ড্রাই আর অয়লি তো বোঝা গেল। ত্বকে যদি অধিকাংশ সময়ে শুষ্ক ভাব থাকে, তা হল ড্রাই। আবার যদি থাকে তেলতেলে ভাব, তবে সেই ত্বক হল অয়লি। কিন্তু নর্মাল স্কিন কী?

Advertisement

নর্মাল অর্থাৎ, স্বাভাবিক। কার ত্বক স্বাভাবিক বলা যায়? সেই ত্বকে কি কখনও আসে না তেলতেলে ভাব? নাকি তা কোনও মরসুমেই শুষ্ক দেখায় না? বিশেষজ্ঞদের বক্তব্য, এই স্বাভাবিক ত্বক বলে আসলে কিছুই হয় না।

তা হলে ‘নর্মাল স্কিন’ কথাটি এল কোথা থেকে?

বেশ কয়েকটি কারণ আছে কোনও ত্বককে ‘নর্মাল’ বলার পিছনে। এক কথায় বলতে গেলে যে ত্বকের যত্নে বেশি ঝঞ্ঝাট নেই, তা-ই হল নর্মাল স্কিন। এই ধরনের ত্বকের জন্য বিশেষ রূপচর্চার প্রয়োজন হয় না। যে কোনও ধরনের সাবান, ক্রিম, লোশন দিব্যি দেখভাল করতে পারে ত্বকের। তার প্রভাবে মুখে দাগ, ছোপ কিংবা লাল ভাব যখন তখন দেখা দেয় না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্বকে ব্রণ, দাগ, তেলতেলে ভাব— সবই যদি অস্বাভাবিক ধরে নেওয়া হয়, তবে‌ই স্বাভাবিক ত্বকের প্রসঙ্গ আলাদা ভাবে ওঠে।

চর্মরোগের চিকিৎসব আফজা মাচিওয়ালার বক্তব্য, বেশির ভাগের ত্বকই সব সময়ে সেই নির্ঝঞ্ঝাট থাকে না। আবহাওয়া, হর্মোন, মানসিক অবস্থা— অনেক কিছুর উপরে নির্ভর করে ত্বকের অবস্থা। আর এক চর্মরোগ চিকিৎসক মাধুরী অগ্রবাল মনে করেন, ত্বকের ধরন নিয়ে এত বিশ্লেষণ আসে বিপণন কেন্দ্রিক ভাবনা। স্বাভাবিক ত্বক সব সময়ের নয়। বরং যে সময়ে ত্বকে কোনও ধরনের সমস্যা দেখা দিচ্ছে না, তখন তা থাকে স্বাভাবিক অবস্থায়।

তবে কারও ত্বক অধিকাংশ সময়ে সুস্থ থাকে মানেই যে তার বিশেষ যত্নের প্রয়োজন নেই, এমন নয়। নর্মাল স্কিক কোনও এক পরিস্থিতিতে তেলতেলে হয়ে যেতে পারে। তার জেরে মুখে ব্রণও হয়।

ফলে ত্বক যত্নে রাখা সব সময়েই জরুরি।

Advertisement
আরও পড়ুন