প্রতীকী ছবি।
নারকেল তেল দিয়ে চুলের যত্ন তো নিয়েই থাকেন। কখনও ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করেছেন কি এই তেল? যদি না করে থাকেন, তবে জেনে নিন কেন নারকেল তেল মুখে মাখা জরুরি। নানা ধরনের গুণ আছে এই তেলে। রাতভর নারকেল তেল মেখে রাখা গেলে, মুখে আলাদা কোনও ক্রিম মাখারও প্রয়োজন পড়ে না বলে জানান অনেকে। এই তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড তুলতুলে করে তোলে ত্বককে।
রাতভর মুখে নারকেল তেল মেখে রাখলে আর কোন দিক থেকে যত্ন পাবে ত্বক? জেনে নিন কয়েকটি তথ্য।
১) ত্বকের আর্দ্রতা বাড়ায় নারকেল তেল।
২) প্রদাহ কমায়। নারকেল তেল কিছুক্ষণ ত্বকে মেখে রাখলে শীতল ভাব আসে। কেটে যায় ধুলো-ময়লা জমে তৈরি হওয়া জ্বালা ভাব।
৩) মুখে দাগ-ছোপ জমে থাকলে তাও উঠে যাবে এই উপায়ে।