সকাল থেকে বৃষ্টি। বাড়ির বাইরে যাওয়ার উপায় নেই। ভাবছেন কী করে দিনটা কাটাবেন? মোবাইলে গেম খেলেও কাটিয়ে দিতে পারেন।
কিন্তু শুধু গেম খেললেই হল না, তার সঙ্গে মনে রাখতে হবে বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ না থাকার কথাও। তাই এমন গেম খেলতে হবে, যাতে মোবাইলের ব্যাটারির খরচ বেশি না হয়। রইল তেমনই কয়েকটি গেমের সন্ধান।
কাট দ্য রোপ: মোবাইল গেম হিসাবে সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় এই ধাঁধার গেমটি।
পিক্সেল ডানজিয়ন: লুকনো রত্ন খোঁজার এই গেমটি খেলতেও খুব কম ব্যাটারি খরচ হয়।
অ্যাসফাল্ট নাইট্রো: অত্যন্ত জনপ্রিয় রেসিং গেম। খেলতে বসলে কেটে যেতে পারে বহু ঘণ্টা।
অ্যাংরি বার্ড ক্লাসিক: স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় গেমগুলির একটি। বহু বছরেও এর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
ফ্রুট নিনজা: পর্দায় ফল কাটতে হবে। তার জন্য পাওয়া যাবে নানা রকম ধারালো অস্ত্র। এটি খেলতেও বেশি ব্যাটারি খরচ হয় না।
হপলাইট: পর্দায় ছোট্ট মানচিত্র। সেখানেই সাজাতে হব সৈন্য। জিততে হবে যুদ্ধ।
ওয়েস্ট গানফাইটার: গোলাগুলি চালানোর ভিডিয়ো গেম খেলতে পছন্দ করেন? তা হলে বৃষ্টিভেজা দিনের আদর্শ সঙ্গী এই খেলাটি।
ওয়ার্মস ৩: বন্ধুদের সঙ্গে বসে কোনও গেম খেলতে চান? তা হলে বৃষ্টির দিনে সঙ্গী হোক এই খেলা।