Car Care Tips

গাড়ির এসি মাঝেমাঝেই বিকল হয়ে যায়, কী ভাবে যত্ন নিলে এমন আর হবে না?

অনেক সময় দেখা যায় গাড়িতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি ঠিক কাজ করছে না। গাড়ির এসি সচল রাখতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ১৪:১৯
Image of Car.

গাড়িতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি ঠিক কাজ করছে না? ছবি: সংগৃহীত।

যা গরম পড়েছে, তাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া থাকা এক মুহূর্তেও থাকা প্রায় অসম্ভব হয়ে উঠছে। বাড়িতে তো বটেই, গাড়িতেও এসি ছাড়া চলছে না। ভ্যাপসা গরমের পাশাপাশি রোদের তেজও কম নয়। পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। বিশেষ করে তীব্র গরমে গাড়িতে যদি বাতানুকূল যন্ত্র না থাকে, তা হলে সত্যিই মুশকিল। গরমে গাড়ির এসির যত্ন নেওয়া তাই অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায়, গাড়িতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি ঠিক কাজ করছে না। গাড়ির এসি সচল রাখতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

Advertisement

১) গাড়ির এসির ক্ষেত্রে গ্যাস এবং জ্বালানি আসল। তাই সময় অনুযায়ী সেগুলি বদলে ফেলা জরুরি। তাই অন্তত দু’মাস অন্তর গাড়ির এসির গ্যাস এবং জ্বালানি পরিবর্তন করুন। এর ফলে গাড়ির বাতানুকূল যন্ত্রটির পরিস্থিতি ভাল থাকবে। ঠিক করে কাজও করবে।

২) গরমের সময় গাড়িতে থাকলে এমনিতেই এসি চালানোর প্রয়োজন পড়ে। কিন্তু অনেক দিন ধরে কারও গাড়ি ব্যবহার হচ্ছে না হলেও সপ্তাহে ১০ মিনিটের জন্য হলেও গাড়ির এসি চালিয়ে রাখুন। এর ফলে বাতানুকূল যন্ত্রের কম্প্রেসার ঠিক ভাবে কাজ করবে। গ্যাসের প্রেশার ঠিক থাকবে।

৩) গাড়ির এসি চালানোর সময় খেয়াল রাখবেন যে, ফ্যানের গতি যেন সর্বোচ্চ থাকে। এর পাশাপাশি এসির তাপমাত্রাও যেন নীচের দিকে থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। গাড়ির এসির যত্ন নিলেই ভাল পরিষেবা দেবে।

৪) গাড়ির এসি চালু করার পর সব সময়ই ৫ থেকে ১০ মিনিট ‘ডিফ্রস্ট মোড’-এ রাখলে ভাল হয়। এর ফলে এসির মধ্যে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। নিয়মিত গাড়ির এসি পরিষ্কার রাখা প্রয়োজন। অনেক দিন ধরে গাড়ির এসি বন্ধ থাকলেও এমন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement