Robot

Elon Musk: অবলীলায় করবে বাড়ির সব কাজ! সামনের মাসেই আসছে ইলন মাস্কের সংস্থার রোবট

অস্টিনে সংস্থার অংশীদারদের বার্ষিক সম্মেলনে নতুন রোবটের কথা ঘোষণা করেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২০:০১
টেসলার রোবট কি ছাড়িয়ে যাবে মানুষকে?

টেসলার রোবট কি ছাড়িয়ে যাবে মানুষকে? ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বর দেখা মিলবে টেসলার নবনির্মিত রোবটের। আমেরিকার অস্টিনে সংস্থার সম্মেলনে এ কথা ঘোষণা করেন আমেরিকার ধনকুবের, টেসলা-কর্তা ইলন মাস্ক। রোবটটি দেখে সকলে চমকে যাবেন বলেও দাবি তাঁর।

Advertisement

দু’টি যান্ত্রিক হাত একসঙ্গে হৃদয়ের চিহ্ন তৈরি করছে, সম্মেলনে মাস্ক এমনই একটি ছবি দেখান। রোবটটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও ওজন ৫৬ কিলোগ্রামের কিছুটা বেশি। রোবটি চালিত হবে অত্যাধুনিক কম্পিউটার দ্বারা। করবে কৃত্রিম মেধার ব্যবহার। থাকবে বিভিন্ন ধরনের সেন্সরও, যা ব্যবহার করে রোবটটি চিনে নিতে পারবে কাছাকাছি থাকা হরেক রকমের বস্তু। রোবটটি ২০ কেজি ওজন নিয়ে ৫ মাইল প্রতি ঘণ্টা বেগে হাঁটতে পারবে বলেও খবর টেসলা সূত্রে।

মাস্ক জানিয়েছেন, নয়া এই রোবট মানুষের বিভিন্ন দৈনন্দিন কাজে সহায়তা করতে পারবে। এর আগে মাস্ক বলেছিলেন, রোবটটিকে দিয়ে গাড়ির খুলে যাওয়া নাট কুড়িয়ে আনা থেকে সব্জি বাজার, করানো যাবে সবই। এ ধরনের কাজ করার জন্য নাকি রোবটটির মাথায় থাকবে বিশেষ ধরনের ক্যামেরাও।

Advertisement
আরও পড়ুন