— প্রতীকী ছবি।
বছরের ৩৬৫ দিনের মধ্যে অধিকাংশ দিনই বৃষ্টি হয় সিঙ্গাপুরে। বৃষ্টি মাথায় করে বেড়াতে গিয়েও তো লাভ নেই। হোটেলের ঘরে বন্দি হয়ে থাকতে কাঁহাতক ভাল লাগে? পর্যটকের অভাবে তাই ধুঁকতে বসেছে সে দেশের হোটেল ব্যবসা। ব্যবসার হাল ফেরাতে তাই সিঙ্গাপুরের বিলাসবহুল একটি হোটেল শুরু করেছে অভিনব বৃষ্টি বিমা। যার নাম দেওয়া হয়েছে ‘রেন রেজ়িস্ট ব্লিস’। কী কী সুবিধা দেওয়া হয়েছে সেই বিমায়?
ওই হোটেলেরই উচ্চপদস্থ এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘুরতে এসে বৃষ্টির জন্য কোনও পর্যটককে যদি ঘরবন্দি হয়ে কাটাতে হয়, তা হলে তিনি বৃষ্টি বিমা বা ‘রেন ইনসিয়োরেন্স’-এর আওতায় পড়বেন। তাঁকে ওই হোটেলের এক দিনের ঘরভাড়া ফেরত দেওয়া হবে। তবে তারও শর্ত আছে। যদি টানা ৪ ঘণ্টা ধরে দিনের বেলা বৃষ্টি হয়, তবেই সেই বিমার টাকা পাওয়া যাবে। ঘরের বুকিং করার সময়েই বিমা সংক্রান্ত তথ্য সেখানে দেওয়া থাকবে। সেখানেও শর্ত থাকছে। এই বিমার সুবিধা পাবেন শুধু মাত্র হোটেলের ‘প্রেসিডেন্টশিয়াল স্যুট’-এ থাকা পর্যটকেরা।