বাকি জীবনটা আপনার সঙ্গেই কাটাতে চান বুঝি তিনি। ফাইল চিত্র
সব কাজ একসঙ্গে করেন। যখন আলাদা জায়গায় থাকেন, তখনও ফোনে কথা বলেন। বা পরদিন দু’জনে কী করবেন, সে কথাই ভাবেন। আপনারা শুধুই বন্ধু তো? নাকি এই বান্ধবী এবার অন্য কিছু ভাবছেন? বন্ধুত্বে নতুন মোড় নিতে চলেছে কি এবার?
নিজের মনে যদি তাঁর প্রতি বিশেষ অনুভূতি জন্মায়, তবে এ সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। না হলে এগনো যাবে না। কয়েকটি বিষয়ে নজর দিলেই বুঝে নেওয়া যাবে পছন্দের মেয়েটির মনের কথা।
যে কোনও কথাই কি আপনাকে জনান তিনি? তা ভাল খবর হোক বা মন খারাপের কথা? তার মানে সব সময়ে আপনার সঙ্গে জড়িয়ে থাকতে ভাল লাগে। সাধারণ বন্ধুত্বের চেয়ে এই সম্পর্কের দাবি হয়তো কিছু বেশিই।
কোনও কিছু নিয়ে ভয় পেলেও আজকাল বলে ফেলন কি এই বান্ধবী? অথবা আগামী দিনের পরিকল্পনা? তাও আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন? তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন। বলতে চাইছেন, একসঙ্গে আরও কিছু ভাবার সময় এসেছে। আপনার সঙ্গে ভাল থাকেন। তাই আরও অনেক কাজ একসঙ্গে করার সুযোগ তৈরি করতে চাইছেন।