Shreya Ghoshal

Shreya Ghoshal: লন্ডনে গিয়ে ‘চৌরঙ্গি’র বাঙালি রান্না খেয়ে মুগ্ধ শ্রেয়া ঘোষাল

সম্প্রতি লন্ডনে গিয়ে ‘চৌরঙ্গি’ রেস্তরাঁয় বাঙালি খাবার খেয়েছেন শ্রেয়া। বিলেতে বসে চপ-কাটলেট, পোলাও, কালিয়া পেয়ে শুধু খুশি নন, তিনি গর্বিত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২১:০৬
সম্প্রতি লন্ডনে গিয়ে সেখানকার ‘চৌরঙ্গি’ রেস্তরাঁয় বাঙালি খাবার খেয়েছেন শ্রেয়া ঘোষাল।

সম্প্রতি লন্ডনে গিয়ে সেখানকার ‘চৌরঙ্গি’ রেস্তরাঁয় বাঙালি খাবার খেয়েছেন শ্রেয়া ঘোষাল।

লন্ডনে বসে কলকাতার স্বাদ! এ ভাবনা ইতিমধ্যেই মুগ্ধ করেছে অনেককে। এ বার বিলেতের মাটিতে বসে বাংলার স্বাদ পেয়ে আহ্লাদিত মুম্বইয়ের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালও। সৌজন্য ‘চৌরঙ্গি’!

সম্প্রতি লন্ডনে গিয়ে সেখানকার ‘চৌরঙ্গি’ রেস্তরাঁয় বাঙালি খাবার খেয়েছেন শ্রেয়া। বিলেতে বসে চপ-কাটলেট, পোলাও, কালিয়া পেয়ে শুধু খুশি নন, তিনি গর্বিত। ‘চৌরঙ্গি’র কর্ণধার স্পেশ্যালিটি রেস্তরাঁ গোষ্ঠীর অধিকর্তা অঞ্জন চট্টোপাধ্যায় এবং আদিত্য ঘোষের উদ্দেশে তিনি ফেসবুকে বলেছেন সে কথা। শ্রেয়া লিখেছেন, ‘লন্ডনের মধ্যে এক টুকরো কলকাতা! আমি খুবই গর্বিত।’ সঙ্গে রেস্তরাঁর অন্দরসাজ থেকে বিভিন্ন রান্না, সবের ছবিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

‘চৌরঙ্গি’র খাবার খুবই মনে ধরেছে শ্রেয়ার। আপাতত ‘ফুড কোমা’-এ আছেন বলেও উল্লেখ করলেন বাঙালি গায়িকা।

Advertisement
আরও পড়ুন