Seema Haider Confirms Pregnancy

সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন সীমা হায়দর, খুব শীঘ্রই মিলবে সুখবর, জানালেন ‘পাক-বধূ’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সীমা হায়দর জানিয়েছেন, তিনি সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন। কবে আসবে নতুন সদস্য?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১২:৩৭
Seema Haider and Sachin Meena are expecting their first child.

পঞ্চম সন্তানের মা হতে চলেছেন সীমা হায়দর। ছবি: সংগৃহীত।

সংবাদমাধ্যমে কয়েক মাস আগেই চর্চায় থাকা ‘পাক বধূ’ সীমা হায়দর সম্প্রতি জানালেন নিজের পঞ্চম বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, তিনি সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন।

Advertisement

এখন স্বামী সচিনের সঙ্গে গ্রেটার নয়ডাতে থাকেন সীমা। ২০২৪-এই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য, সংবাদমাধ্যমকে বলেন সীমা। সীমা বলেন, ‘‘২০২৪ আমার কাছে নতুন খুশি নিয়ে এসেছে। ২০২৩ সালটাও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ওই বছরটা আমায় অনেক কিছু দিয়েছে। সঙ্গে কিছু দুঃখও পেয়েছি।’’

কবে আসছে নতুন সদস্য? উত্তরে সীমা বলেন, ‘‘সুখবরের জন্য খানিকটা সময় অপেক্ষা করতে হবে।’’ তা হলে কি দোলের আগেই মিলবে সুখবর? সাংবাদিকের প্রশ্নের জবাবে সীমা বলেন, ‘‘না দোলে নয়, তবে খুব তাড়াতাড়ি সুখবর দেব আপনাদের।’’ সচিনের বাবাও এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আমি আশা করছি, ছেলেই আসবে আমার ঘরে।’’

প্রসঙ্গত, অনলাইন গেম পাবজি খেলার সময় ২০১৯ সালে ভারতীয় যুবক সচিনের সঙ্গে পরিচয় হয় সীমার। সেখান থেকে প্রেম। ২২ বছরের যুবকের প্রেমে পড়ে প্রায় ১,৩০০ কিলোমিটার দূর থেকে ছুটে আসেন ৩০ বছরের সীমা। শুধু একা নন। সঙ্গে ছিল তাঁর চার সন্তান, যাদের সবার বয়সই সাত বছরের কম। ভিসা ছাড়া নেপালের মাধ্যমে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে ৪ জুলাই গ্রেফতার হন সীমা। তাঁকে আশ্রয় দিয়ে গ্রেফতার হন সচিন এবং তাঁর বাবা নেত্রপাল। পরে জামিনে ছাড়াও পান তাঁরা। সীমার ভারতে অনুপ্রবেশ নিয়ে ক্রমশ ঘনীভূত হয়েছিল রহস্য। অনেকেই সীমাকে পাকিস্তানের গুপ্তচর বলে মনে করেছিলেন। জট ছাড়াতে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। সীমা আসলে কে? ভারতীয় প্রেমিকের টানে সীমান্ত পার করে আসা সাধারণ পাক বধূ, না কি পাকিস্তানি গুপ্তচর, তা-ই খুঁজে বার করতে এখনও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দা আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন