Samaresh Basu

‘গঙ্গা’ থেকে ‘শাম্ব’, কালকূট সমরেশের যাত্রারেখাকে সংরক্ষণে ডিজিটাল আর্কাইভের সূচনা

সাহিত্যিক সমরেশ বসু ডিজিটাল আর্কাইভের সূচনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি, বাংলা সাহিত্যে আর্কাইভের গুরুত্ব নতুন করে অনুভূত হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:২৪
Samaresh Basu digital archive launched in Kolkata Centre for Creativity

সমরেশ বসু ডিজিটাল আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রাচেতস সমাদ্দার। ছবি: সংগৃহীত।

১৯৪৬ সালে পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম ছোট গল্প ‘আদাব’। সমরেশ থেকে কালকূট বা ভ্রমর, ব্যক্তিগত জীবন থেকে তাঁর রাজনৈতিক লেখনী— সাহিত্যিক সমরেশ বসুর কর্মকাণ্ড বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের অনুরাগী এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে লেখকের সৃষ্টিকর্মকে তুলে ধরতে সমরেশ বসু ডিজিটাল আর্কাইভের যাত্রা শুরু হল।

Advertisement

এই বিশেষ উদ্যোগ উপলক্ষে সম্প্রতি ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখকের পরিবারের সদস্যেরা ছাড়াও উপস্থিত ছিলেন অনুরাগীরা। সমরেশের দৌহিত্র প্রাচেতস সমাদ্দার এবং তাঁর স্ত্রী সম্পূর্ণা চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছে এই আর্কাইভ। এই আর্কাইভে রয়েছে সমরেশের অজস্র চিঠি, ছবি, পাণ্ডুলিপির খসড়া, স্মারক। সঙ্গে রয়েছে লেখকের সাহিত্যকর্ম এবং জীবনের কালানুক্রমিক বিবরণ। অনুষ্ঠানের সূচনায় প্রাচেতস বলেন, ‘‘দাদুর জন্মশতবর্ষ উপলক্ষে গত দেড় বছর ধরে আমরা সকলে মিলে ধীরে ধীরে এই উদ্যোগটিকে বাস্তবায়িত করার দিকে এগিয়েছি। নথি সংরক্ষণের অর্থ ইতিহাসের সংরক্ষণ। আগামী দিনে আমরা এই আর্কাইভকে আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করব।’’

অনুষ্ঠানে বাংলা সাহিত্যে আর্কাইভের প্রয়োজনীয়তাকে নতুন করে স্মরণ করা হয়। সুজান মুখোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দুই মলাটের বাইরে: বাংলা সাহিত্যের আর্কাইভ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রোসিঙ্কা চৌধুরী, পৃথ্বী বসু এবং সম্পূর্ণা চক্রবর্তী।

Samaresh Basu digital archive launched in Kolkata Centre for Creativity

সমরেশ বসুর সাহিত্য পাঠে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (বাঁ দিকে) এবং অরিজিতা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

‘যে খোঁজে আপন ঘরে’ শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বকে সাজানো হয়েছিল সমরেশের সাহিত্য পাঠ এবং তাঁর সহিত্য অবলম্বনে তৈরি ছবির গানে। পাঠে ছিলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং অরিজিতা মুখোপাধ্যায়। গানগুলি পরিবেশন করেন মানস আচার্য এবং রাজসী ভট্টাচার্য।

‘গঙ্গা’, ‘তিন ভুবনের পারে’, ‘উত্তরা’, ‘দেখি নাই ফিরে’, ‘অমৃত কুম্ভের সন্ধানে’-র নির্বাচিত পাঠ এবং বাংলা ছবির গান পর্বটিকে আকর্ষণীয় করে তোলে। এই পর্বে যন্ত্রানুষঙ্গে ছিলেন দীপ্তাংশু রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং সাগ্নিক সমাদ্দার। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অরিজিতা মুখোপাধ্যায়।

Advertisement
আরও পড়ুন