Allergy

Allergic Skin: ছোটখাটো কাটায় আঠা দেওয়া ব্যান্ডেজ লাগাচ্ছেন? কী ক্ষতি হচ্ছে

অনেকেই জানেন না, এই ব্যান্ড-এডের আঠা অনেক ক্ষেত্রেই ত্বকের জন্য ক্ষতিকারক। তাই ব্যান্ড-এড লাগিয়ে সেই মুহূর্তে চিন্তামুক্ত থাকলেও, মনে রাখবেন যে এই আঠার কারণে ভবিষ্যতে চর্মরোগও হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোথাও সামান্য কেটে গেলে আঠা দেওয়া ব্যান্ডেজ লাগানোর অভ্যেস অনেকেরই আছে। ছোট্ট একটা ব্যান্ড-এড লাগিয়ে নিলেই নিশ্চিন্ত। কিন্তু অনেকেই জানেন না, এই ব্যান্ড-এডের আঠা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে।

এই আঠার কারণে ত্বকে অ্যালার্জির সমস্যা হয়। ত্বক লাল হয়ে যায়। চুলকানির সমস্যাও হতে পারে।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেশির ভাগ ক্ষেত্রে ব্যান্ড-এড বা অন্য লিউকোপ্লাস্ট খোলার পরে বাতাসের সংস্পর্শে এলেই অ্যালার্জি ঠিক হয়ে যায়। কিন্তু না কমলে অ্যালার্জির জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

অ্যালার্জির জায়গায় বেশি হাত দিলে বা চুলকালে সংক্রমণও হতে পারে।

Advertisement
আরও পড়ুন