ভুল করলে বকা দেবেন কিন্তু সন্তানের মনে আঘাত না দিয়ে। ছবি- সংগৃহীত
অভিভাবক হওয়া মুখের কথা নয়। আবার সন্তানকে মানুষ করতে গিয়ে, তাদের নানা রকম জটিলতার মুখে ফেলাও কাজের কথা নয়। ছোট থেকে সন্তানকে বড় করে তোলার যাত্রাপথে এমন অনেক ভুলই তো করে ফেলেন অভিভাবকরা। কিন্তু বুঝতে পারেন না, তা সন্তানের মনে কতটা ক্ষত সৃষ্টি করে।
শিক্ষা দিতে গিয়ে সন্তানের মনে কোনও ভাবে ক্ষত সৃষ্টি করছেন না তো?
১) সন্তানের উপর চাপ সৃষ্টি করবেন না
অভিভাবক হয়ে কোনও ভাবেই ছোট্ট শিশুর উপর মানসিক চাপ সৃষ্টি করবেন না। ছোট থেকেই তাকে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। প্রয়োজনে তার পাশে থাকুন। কিন্তু সব সময়ে নিজে হাতে তার কাজ করে দেবেন না।
২) অন্য কারও সঙ্গে তুলনা করবেন না
অন্যরা ভাল আর সে খারাপ। এমন তুলনা ক্রমাগত আপনার সন্তানকে হীনম্মন্যতার দিকে ঠেলে দেয়। ছোট থেকে তার মধ্যে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় তৈরি হওয়ার বদলে তাকে হতাশা গ্রাস করতেই পারে।
৩) ছোটদের ছোটর মতো থাকতে দিন
শিশুরা যত দিন পর্যন্ত সহজ এবং সরল থাকে, তাদের তেমনই থাকতে দিন। বড়দের মতো করে ভাবার জন্য অনেক সময় আছে।
৪) ভুল করতে দিন
ভুল করলেই সন্তানকে বকেন? মনোবিদরা বলছেন, ভুল না করলে তারা শিখতে পারবে না। কিন্তু শিশু মনে ভুল করলে তার থেকে পাওয়া শিক্ষাই তাকে পুনরায় ভুল করা থেকে আটকাবে।
৫) শিশুদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করবেন না
শিশু বলে কি তার ব্যক্তিগত পরিসর থাকতে নেই? না কি অভিভাবক বলে সন্তানের সব বিষয়েই হস্তক্ষেপ করার অধিকার তার আছে? তাকে, তার বন্ধুদের সঙ্গে নিজের মতো থাকতে দিন। দূর থেকে লক্ষ্য রাখুন, আঘাত পেলে সামলে দিন।