Twin

Twin: যমজ দুই বোন বিয়ে করেছেন দুই যমজ ভাইকে, বাবাকে চিনতে পারে না সন্তানরাই

দুই যমজ দম্পতি সম্প্রতি জন্ম দিয়েছেন দুই পুত্রসন্তানের। আলদা বাবা-মায়ের সন্তান হলেও দুই খুদে ‘জিনগত সহোদর’।

Advertisement
সংবাদ সংস্থা
ভার্জিনিয়া শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৫:০০
যমজ দম্পতি!

যমজ দম্পতি! ছবি- সংগৃহীত

আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা ব্রায়ানা ও ব্রিটনি ডিয়ান যমজ। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন যশ ও জেরেমি সলাইয়ের নামের দুই যুবককে। যশ ও জেরেমিও যমজ। সম্প্রতি দুই দম্পতিই জন্ম দেন পুত্রসন্তানের। আলদা বাবা-মায়ের সন্তান হলেও দুই খুদে ‘জিনগত সহোদর’।

Advertisement
সম্প্রতি দুই দম্পতিই জন্ম দেন পুত্রসন্তানের।

সম্প্রতি দুই দম্পতিই জন্ম দেন পুত্রসন্তানের। ছবি- সংগৃহীত

তিন মাসের পার্থক্যে জন্ম হয়েছে দুই খুড়তুতো ভাইয়ের। কিন্তু তাঁদের জিনগত উপাদান একেবারেই দুই সহোদরের মতো। বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলে, ‘কোয়াটারনারি টুইন’। এ ক্ষেত্রে দুই দম্পতির জিনগত উপাদান কার্যত অভিন্ন। তাই বাবা-মা আলাদা হলেও জিনগত ভাবে দুই খুদের জন্য বিষয়টি একই মা-বাবার সন্তান হওয়ার মতো ঘটনা। বিষয়টি এতই বিরল যে, গোটা পৃথিবীতে মাত্র ৩০০টি এমন ঘটনা ঘটেছে বলে দাবি ব্রায়ানার।

দুই যমজ দম্পতি নিত্যনতুন ভিডিয়ো করেন নিজেদের পারিবারিক ঘটনা নিয়ে। সেখানে একই রকম পোশাক পরেন তাঁরা। কখনও কখনও দুই সন্তানও চিনতে পারে না আসল বাবা-মা কারা। ইনস্টাগ্রামে তাঁদের ভক্তের সংখ্যা ২১৯,০০০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement