পোষ্য বেশি খাচ্ছে কি না, কোন লক্ষণে বোঝা যাবে? ছবি:ফ্রিপিক।
বাড়ির নতুন সদস্য ল্যাব্রাডর ছানার দিকেই নজর সকলের। শুরুতেই একটু ভয় পেয়ে কুঁকড়ে থাকলেও, দিন দশেকেই বাড়ির লোকেদের সঙ্গে দিব্যি ভাব জমেছে তার। দিনভর খানিক দস্যিপনা আর ঘুম। খাবার নিয়ে কোনও বায়নাক্কা নেই। যখনই তাকে খেতে দেওয়া হচ্ছে নিমেষে চেটেপুটে সাফ।
তা দেখেই ভাবতে বসেছেন, তার বোধ হয় দ্রুত খিদে পাচ্ছে! তাই চিকিৎসক যতটা বলেছেন, তার চেয়েও দু’ চামচ বেশি খাবার গুলে দিচ্ছেন? সারমেয়র খাবারের পরিমাণ কম হচ্ছে না বেশি, বুঝবেন কী ভাবে?
পশুচিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক সময় সারমেয় বুঝতেই পারে না, তার কতটা খাওয়ার দরকার। সামনে যতটা খাবার দেখে, ততটাই খেয়ে ফেলে। সবটাই খিদে থেকে না-ও হতে পারে। তবে যদি অতিরিক্ত খিদে পায়, তা হলে দেখতে হবে কেন সেই সমস্যা হচ্ছে।
কী ভাবে বুঝবেন পোষ্য বেশি খাচ্ছে?
সারমেয়র নাদুসনুদুস চেহারা দেখতে বেশ ভালই লাগে। তার উপর সে যদি ছোট হয়, তা হলে তো কথাই নেই। গোলগাল চেহারার কুকুরছানা দেখলেই আদর করতে ইচ্ছে হয় অনেকেরই। কিন্তু বয়স এবং প্রজাতি অনুযায়ী তার ওজন ঠিক আছে কি না দেখা দরকার। ওজন বেড়ে গেলে বুঝতে হবে, সারমেয়কে বেশি খাবার দেওয়া হচ্ছে।
পোষ্যের পেট কি ফুলে রয়েছে? হাঁটাচলায় অসুবিধা হচ্ছে? তা হলেও সাবধান হওয়া দরকার। অতিরিক্ত খেয়ে ফেললে, এমনটা হতে পারে।
হজমের গোলমাল হলেও দেখা দরকার বেশি খাবার দেওয়া হচ্ছে কি না।
বেশি খেলে সমস্যা কোথায়?
অতিরিক্ত খাওয়া আর শরীরচর্চার অভাবে পোষ্যের স্থূলত্বের মতো অসুখ হতে পারে। অতিরিক্ত ওজনের কারণে হাঁটাচালায় যেমন প্রভাব পড়তে পারে, তেমনই অস্থিসন্ধিতে ব্যথা, ডায়াবিটিস-সহ একাধিক রোগের ঝুঁকিও বাড়তে পারে।
কতটা খাবার দেবেন পোষ্যেকে?
পোষ্যের প্রজাতির উপর নির্ভর করে কোনও বয়সে তার কতটা ওজন হওয়া উচিত। তার চেয়ে সামান্য কম অথবা বেশি হলে, চিন্তার কিছু না থাকলেও, ওজন অনেকটা বেড়ে বা কমে গেলে সচেতন হওয়া দরকার।
খাওয়ার সময় কোন বিষয়ে গুরুত্ব দেবেন?
পোষ্যের বয়স অনুযায়ী কোন খাবার কতটা খাওয়ানো দরকার পশুচিকিৎসকের কাছে জেনে নিন। শুধু পেট ভরানো নয়, প্রয়োজন মতো পুষ্টি সারমেয় পাচ্ছে কি না, দেখা দরকার। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের ভারসাম্য ঠিক রাখা জরুরি। খাওয়ার পরিমাণ কিছুটা নির্ভর করে পোষ্যের শারীরিক কসরত কতটা হয়, তার উপরেও। নিয়মিত শরীরর্চা করানো গেলে খাবারের পরিমাণ তুলনামূলক বাড়বে, ডায়েটও বদল হতে পারে।