Dog Food

Pet Care Tips: বাড়িতে তৈরি কোন কোন খাবার পোষ্যকে খাওয়ানো যাবে, বাদ দেবেন কী কী

বাড়িতে তৈরি অনেক খাবারেও থাকে বিভিন্ন প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফাইবার। তা পোষ্যের জন্য বেশ উপযোগী হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৯:৪৬
বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন পোষ্যের খাবার

বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন পোষ্যের খাবার ছবি: সংগৃহীত

বাড়ির পোষা কুকুরের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন। কিন্তু প্রোটিন মানেই মাংস কিংবা বাজার থেকে কেনা ‘ডগফুড’ নয়। বাড়িতে তৈরি অনেক খাবারেও থাকে বিভিন্ন প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফাইবার। যা পোষ্যের জন্য বেশ উপযোগী হতে পারে।

Advertisement

বাড়িতে তৈরি খাবার আপনার পোষা প্রাণীর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। ভাল রাখতে পারে স্বাস্থ্য। আর স্বাস্থ্য ভাল থাকলে পোষ্যটিও তুলনামূলক ভাবে বেশি খুশি থাকে। যথাযথ খাবার খাওয়ালে গায়ের লোম চকচকে হয়, ভাল হয় শ্বাস-প্রশ্বাস। দৃষ্টিশক্তি উন্নত হয়। পাশাপাশি, প্রিয় কুকুরের হার্টের স্বাস্থ্য ভাল রাখতে ও হাড় মজবুত করতেও কাজে আসে এই ধরনের খাবার।

কোন কোন খাবার খাওয়াবেন নিজের পোষ্যকে?

১। পিনাট বাটার

২। তরমুজ

৩। শসা

৪। দইয়ের সঙ্গে বেরি জাতীয় ফল

৫। হিমায়িত চিনাবাদাম

৬। আনারস, আপেল, কলা, নাশপাতির মতো ফল

৭। চিবানোর জন্য গাজরও একটি দুর্দান্ত খাবার হতে পারে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

অধিকাংশ ফল এবং শাকসব্জি নিরাপদ হলেও কিছু কিছু খাবার বিপজ্জনকও হতে পারে পোষ্যের জন্য। চেরি, কিসমিস, আঙুর, পেঁয়াজ, চকোলেট, অ্যাভোকাডোর মতো খাবার কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই এই ধরনের খাবার খাওয়ানোর আগে এক বার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াই বাঞ্ছনীয়।

আরও পড়ুন
Advertisement