‘লিটার বক্স’ থাকা সত্ত্বেও এড়িয়ে চলতে পারে বিড়াল? এমন আচরণের কারণ কী? ছবি:ফ্রিপিক।
পোষ্যের স্বাস্থ্য এবং ঘরদোরের পরিচ্ছন্নতার কথা ভেবে ‘লিটার বক্স’ কিনে এনেছেন। কিন্তু আদরের বিড়াল সেখানে ঘেঁষলে তো! ঘরের যত্রতত্র পোষ্য যাতে প্রস্রাব না করে, পাশাপাশি নির্দিষ্ট জায়গায় মল-মূত্র ত্যাগের অভ্যাস করাতেই ‘লিটার বক্স’-এর দরকার হয়।
কেন জরুরি লিটার বক্স?
পশু চিকিৎসকেরা বলেন, নির্দিষ্ট এবং পরিচ্ছন্ন লিটার বক্সে মূত্রত্যাগের অভ্যাস বিড়ালের শরীরের জন্যও ভাল। অপরিচ্ছন্ন জায়গায় মল-মূত্র ত্যাগ করলে বিড়ালের শরীরে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তা ছাড়া, নির্দিষ্ট বাক্সটি পরিষ্কার করে নেওয়া সহজ হয়। বিড়াল ঘরের আনাচ-কানাচে মূত্রত্যাগ করলে বাড়িতে দুর্গন্ধও ছড়ায়।
কেন বিড়াল লিটার বক্স এড়িয়ে যেতে পারে?
অনেক সময় নির্দিষ্ট স্থানে রাখা লিটার বক্সের দিকে ফিরেও চায় না বিড়াল। কেন এমন হয়?
১. যেখানে দিনরাত বাড়ির লোক ঘোরাঘুরি করছে, ব্যস্ততা, সেখানে যত সুন্দর বা পরিচ্ছন্ন লিটার বক্সই রাখুন না কেন, বিড়াল কিন্তু ব্যবহার করবে না। মল-মূত্র ত্যাগের জন্য সে-ও আড়াল খুঁজতে পারে। তুলনামূলক ফাঁকা জায়গায় সেটি রাখুন।
২. পোষ্য বিড়ালকে যে জায়গায় খাবার বা জল দিয়ে রেখেছেন তার কাছেই মল-মূত্র ত্যাগের বাক্স রেখে দিয়েছেন। বিড়াল কিন্তু পরিচ্ছন্নতা পছন্দ করে। ফলে এটিও ভুল সিদ্ধান্ত হতে পারে।
৩. অন্ধকার কোনও ঘরের কোণ, ওয়াশিং মেশিন চলে এমন কোনও জায়গাতেও কিন্তু সে যেতে চাইবে না।
৪. বাড়িতে যদি একাধিক বিড়াল থাকে, তা হলেও মূত্রত্যাগের জন্য একাধিক লিটার বক্স রাখতে হবে। বিড়াল নিজের জায়গা সম্পর্কে সচেতন। একই জায়গা দু’জন ব্যবহার করে না।
কোথায় রাখবেন?
বাড়ির শৌচাগারে লিটার বক্স রেখে দেখতে পারেন, সেটি সে ব্যবহার করছে কি না। কোনও একটি ঘরের কোণেও তা রাখা যেতে পারে। তবে বিড়ালের অপছন্দের জায়গাগুলি এড়়িয়ে যাওয়া দরকার।
লিটার বক্সে মূত্রত্যাগ অভ্যাস করাতে গেলে বেশ কয়েক দিন তা একই স্থানে রাখতে হবে। অভ্যাস হয়ে গেলেও স্থান পরিবর্তন না করাই ভাল। কারণ, বদলে যাওয়া পরিবেশ বিড়াল চট করে মানিয়ে নিতে পারে না।
লিটার বক্স নিয়মিত পরিচ্ছন্ন করা জরুরি। না হলে, বিড়াল নিজেই যেমন তা এড়িয়ে চলবে, তেমনই এই জায়গা থেকেই পোষ্যের সংক্রমণের আশঙ্কা থাকবে।