Love Story

৫১ বছরে নতুন জীবন শুরু ব্রাজিলের প্রৌঢ়ার, বিয়ে করলেন ২০ বছরের ছোট ভারতীয় প্রেমিককে

প্রেম বয়স মানে না। তা আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলের রোজ়ি নাইদ শাকিরা। স্বামী, সংসার ছেড়ে প্রৌঢ়ত্বের কোঠায় এসে নতুন করে ঘর বেঁধেছেন ২০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১২:৪২

প্রতীকী ছবি।

বলেকয়ে নয়, জীবনে প্রেম আসে দমকা হাওয়ার মতো। প্রেমের হাওয়ায় উচাটন হয় মন, বদলে যায় জীবন। সমস্ত ভাবনা, পরিকল্পনা যেন তালগোল পাকিয়ে যায় এক নিমেষে। ব্রাজিলের বাসিন্দা ৫১ বছরের গৃহবধূ রোজি নাইদ শাকিরার জীবনও মুহূর্তে বদলে গিয়েছে দ্বিতীয় বার প্রেমে পড়ে। স্বামী, সংসার ছেড়ে প্রৌঢ়ত্বের কোঠায় এসে নতুন করে ঘর বেঁধেছেন ২০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে।

Advertisement

সূত্রের খবর, রোজির বর্তমান স্বামী বছরের তিরিশের পবন গোয়েল ছত্তীসগড়ের একটি সংস্থার নিরাপত্তারক্ষী। কয়েক মাস আগে পবন কচ্ছে বেড়াতে যান। একই সময়ে সুদূর ব্রাজিল থেকে সেখানে আসেন রোজ়িও। ঘুরতে ঘুরতে আলাপ হয় তাঁদের। দু’জনেই একা বেড়াতে গিয়েছিলেন। অচেনা জায়গায় একজন সঙ্গী পাওয়ায় খুশি হয়েছিলেন দু’জনেই। যে কয়েকটি দিন তাঁরা কচ্ছে ছিলেন, একসঙ্গে ঘোরাফেরা, খাওয়াদাওয়া করেছিলেন রোজ়ি এবং পবন। অল্প সময়েই পরস্পরের বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। সফর শেষ হলে দু’জনেই নিজেদের জায়গায় ফিরে যান। কিন্তু যোগাযোগ অটুট ছিল। প্রায় রোজই ভিডিয়োকলে কথা হত দু’জনের। হোয়াটস্অ্যাপেও চলত কথোপকথন। বেশ কিছু দিন এমন চলার পর রোজ়ি এবং পবন বুঝতে পারেন, তাঁদের সম্পর্ক আর নিছক বন্ধুত্বে আটকে নেই। একে-অপরকে ভালবেসে ফেলেছেন।

পবন অবিবাহিত ছিলেন। ফলে রোজ়িকে স্বীকৃতি দিতে কোনও সমস্যা হয়নি তাঁর। কিন্তু, রোজ়ির লড়াইটা কঠিন ছিল। স্বামীর সঙ্গে বিচ্ছেদ, এত দিনের সংসার ভেঙে দেওয়া তো আছেই। ব্যক্তিগত টানাপড়েন ছাড়াও, দেশত্যাগের যন্ত্রণাও কম নয়। ব্রাজ়িল থেকে সোজা ভারতে এসে নতুন করে শুরু করা সহজ ছিল না রোজ়ির পক্ষে। তবে ভালবাসার কাছে হার মেনেছে সব বাধা, পুরনো অনুভূতি। নতুন করে সংসার পেতেছেন দু’জনে। দু’জনের একটাই লক্ষ্য, রূপকথার মতো জীবন কাটানো!

Advertisement
আরও পড়ুন