Microsoft Outage

হাতে লেখা বোর্ডিং পাস পেলেন কলকাতার বিমানযাত্রী, পুরনো সেই দিন মনে করাল মাইক্রোসফ্‌টের গোলযোগ

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। মাইক্রোসফ্‌ট উইন্ডোজ়ের গোলযোগের জেরে এক বিমানযাত্রী জীবনে প্রথম বার হাতে লেখা বোর্ডিং পাস পেলেন, সেই ঘটনাই তিনি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৬:৪৩
হাতে লেখা বোর্ডিং পাস ফেরাল পুরনো স্মৃতি।

হাতে লেখা বোর্ডিং পাস ফেরাল পুরনো স্মৃতি। ছবি: সংগৃহীত।

১৯ মে সকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাইক্রোসফ্‌ট উইন্ডোজ়-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে, হইচই হচ্ছে, তখন সংস্থা এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। ঘটনার জেরে বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। ভারতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। ব্যাঙ্ক, বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। মাইক্রোসফ্‌ট উইন্ডোজ়ের গোলযোগের জেরে এক বিমানযাত্রী জীবনে প্রথম বার হাতে লেখা বোর্ডিং পাস পেলেন, সেই ঘটনাই তিনি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। হায়দরাবাদ থেকে কলকাতা ফিরছিলেন সেইি ‌যাত্রী।

Advertisement

প্রযুক্তিগত সমস্যা থাকলেও যাত্রীদের বিমান সফরে যাতে কোনও সমস্যা না হয়, নিরলস ভাবে সেই চেষ্টাতেই রত ছিলেন বিমানবন্দরের কর্মীরা। বিমান পরিষেবায় যেন দেরি না হয়, সেই কারণেই হাতে লিখে বোর্ডিং পাস দেওয়া শুরু করেন হায়দরাবাদ বিমানবন্দরের কর্মীরা।

ইন্ডিগো, স্পাইসজেটের মতো বিমান সংস্থারও অনলাইন চেকইন ও বোর্ডিং পদ্ধতিতে সমস্যা হচ্ছিল। সেই কারণে তারাও হাতে লিখে সমস্ত কাজকর্ম করতে শুরু করেন। একটা সময় ছিল, যখন হাতে লিখেই দেওয়া হত বোর্ডিং পাস। মাইক্রোসফ্‌টের গোলযোগ মনে করাল পুরনো সেই দিনের কথা।

আরও পড়ুন
Advertisement