অবসাদগ্রস্ত কর্মীকে ছুটি দিল অফিস। ছবি: সংগৃহীত।
মানসিক হতাশায় ভুগছেন কর্মী। তাই তাঁকে কিছু দিনের ছুটি দিলেন অফিস কর্তৃপক্ষ। শারীরিক অসুস্থতার কারণে অফিস থেকে ছুটি মিললেও, মানসিক স্বাস্থ্য আড়ালেই থেকে যায়। অথচ কাজের মান বজায় রাখতে মানসিক ভাবে সুস্থ থাকা জরুরি। তাই সাম্প্রতিক এই ঘটনা দেখে কিছুটা হলেও আশা জেগেছে অনেকের মনে।
ওই কর্মী সম্প্রতি টুইটারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, কিছু দিন ধরেই তিনি বেশ কিছু বিষয় নিয়ে মানসিক দোলাচলে ছিলেন। মানসিক ভাবে বিপর্যস্ত থাকতেন। সেই সময়ে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করত না। কারও সঙ্গে কথাও বলতেন না। অফিসে গিয়েও সহকর্মীদের সঙ্গে কম কথা বলতেন। এমন একটি পরিস্থিতিতে কোনও এক কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করেন তাঁকে। কিন্তু তিনি সে ফোন তোলেননি। অনেক বার ফোন করার পরেও উত্তর না পাওয়ায় মেসেজ করেন তিনি। ওই কর্মী বসকে উত্তরে লিখে জানান, তিনি হতাশায় ডুবে আছেন। কথা বলার মতো মানসিক পরিস্থিতি তাঁর নেই। কর্তৃপক্ষ উত্তরে লেখেন ‘‘আপনার কাজগুলি আপনি আমাকে দিয়ে দিন। আর সুস্থ হয়ে ফিরুন। ২-৩ দিন ছুটি নিন।’’
কর্তৃপক্ষের কাছ থেকে এমন বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ওই কর্মী সেই মেসেজটির স্ক্রিনশট তুলে টুইটারে দেন। তাতে অনেকেই নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘‘আপনি ভাগ্যবান যে এমন অফিসে কাজ করার সুযোগ পেয়েছেন। দ্রুত কাজে ফিরুন।’’