বিরাটের রাজপাট। ছবি: সংগৃহীত।
সদ্য ৫০তম শতরানের রেকর্ড ছুঁয়েছেন। ৩৪ বছর পূর্ণ করে পা দিয়েছেন ৩৫-এ। পাশে আছেন অভিনেত্রী, স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা। দ্বিতীয় সন্তান আসছে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তবে তারই মাঝে জোর চর্চা বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ নিয়ে। বিপুল অঙ্কের রানের পাশাপাশি ইতিমধ্যেই তাঁর সম্পত্তির পরিমাণ হাজার কোটি ছাড়িয়েছে। ক্রিকেট ছাড়াও একাধিক সংস্থার বিজ্ঞাপনের প্রচারমুখ তিনি। ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম, নিষ্ঠা এবং বুদ্ধিমত্তার জোরেই কিং কোহলি পৌঁছেছেন খ্যাতির শিখরে। একাধিক বাড়ি, গাড়ি-সহ আর কী কী রয়েছে তাঁর সম্পত্তির তালিকায়?
১) মায়ানগরী মুম্বইয়ের ওরলিতে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর। তার মূল্য আনুমানিক ৩৪ কোটি টাকা। ভারসোভার কাছে ১০ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং দিল্লির গুরুগ্রামেও তাঁর একটি বাংলো রয়েছে। যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা।
২) বিরাটের হাতে মাঝেমধ্যেই দেখা যায় রোলেক্সের বিশেষ একটি ঘড়ি। ৫৬টি হিরে বসানো, সোনার তৈরি ‘রোজ়গোল্ড’ রঙের এই ঘড়ির মূল্য আনুমানিক ৬৯ লক্ষ টাকা।
৩) কিং কোহলির রয়েছে প্রায় ১.১ কোটি টাকা মূল্যের একটি অডি গাড়ি। অডি সংস্থার আরএস৫ কুপ গাড়িটি দেশে আসার পর, তার প্রথম মালিক হন বিরাট।
৪) ওই বছরই কোহলি আরও একটি গাড়ি কেনেন। বিলাসবহুল সেই রেঞ্জ রোভার গাড়িটির মূল্য আনুমানিক ২.৭ কোটি টাকা।
৫) গাড়ির ব্যাপারে বিরাট সত্যিই যে ‘বিরাট’, তা বেন্টলে ফ্লাইং স্পার গাড়িটি দেখলেই বোঝা যায়। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে এই গাড়িটি কেনেন বিরাট।
৬) খেলার পাশাপাশি বিরাটের ফ্যাশন স্টেটমেন্টও অনুরাগীদের বিশেষ পছন্দের। ১৩.২ কোটি টাকা মূল্যের ফ্যাশন ব্র্যান্ড ‘রং’-এর মালিক কিং কোহলি।
৭) গাড়ি, বাড়ি, ফ্যাশন ব্র্যান্ডের পর বিরাট বিনিয়োগ করেন রেস্তরাঁর ব্যবসায়। ভার্তিক তিহারা, অংশুল গোয়েল এবং অঙ্কিত তয়ালের সঙ্গে কোটি টাকা ব্যয়ে গড়ে তোলেন তাঁর ওয়ান৮ কমিউন। কলকাতা, দিল্লি, পুণে এবং মুম্বইয়ে রয়েছে তাঁদের রেস্তরাঁ।