ব্রাউন সুগার দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেস স্ক্রাব। ছবি: সংগৃহিত
বিশ্বজুড়ে সকলেই এখন মজেছেন কোরিয়ার মেয়েদের রূপ-রহস্যে। সে দেশের তৈরি প্রসাধনী এখন ছেয়ে গিয়েছে বাজারে। হলিউ়ডের সেলেব থেকে পাড়ার মডেল, সকলের ড্রেসিং টেবিলে কোনও না কোনও কোরিয়ার প্রসাধনী এখন অবশ্যই পাবেন।
তবে এই প্রসাধনীগুলো নেহাত কম দাম নয়। তাই দারুণ কার্যকরী হলেও অনেক সময় কিনে ওঠা যায় না। তবে কিছু জিনিস আপনি বাড়িতেও তৈরি করে ফেলতে পারবেন। যেমন ব্রাউন সুগার দিয়ে তৈরি ফেস স্ক্রাব। মুখের জেল্লা ফেরাতে এই স্ক্রাব অনবদ্য। কী করে বানাবেন জেনে নিন।
উপকরণ
১ চা চামচ ব্রাউন সুগার
১ চা চামচ পছন্দের এসেনশিয়াল অয়েল
১ চা চামচ কফি পাউডার
১/২ চা চামচ পিঙ্ক সল্ট
১ চা চামচ চালের গুঁড়ো
কী করে বানাবেন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা কাচের শিশিতে রেখে দিন। নিয়মিত স্নানের সময় এটা ব্যবহার করুন। কয়েকদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।