Toothbrush

Toothbrush: টুথব্রাশ বাথরুমে রাখছেন? কী হয় এর ফলে

টুথব্রাশ রাখার ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৯
কোথায় রাখবেন টুথব্রাশ?

কোথায় রাখবেন টুথব্রাশ? ছবি: সংগৃহীত

অনেকেই দাঁতের যত্নের বিষয়ে যতটা সচেতন, টুথব্রাশ নিয়ে ততটা সচেতন নন। অথচ, টুথব্রাশ জায়গা মতো না রাখলে, তা থেকে নানা ধরনের সংক্রমণ ছড়াতে পারে।

টুথব্রাশ রাখার ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত?

• বাথরুমে টুথব্রাশ রাখবেন না। যদিও বা রাখেন, তা হলেও কমোডের ধারে পাশে কোনও ভাবেই নয়। কারণ এই জায়গাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি। এবং তার ফলে ব্রাশে ব্যাকটিরিয়ার বাসা বাঁধার আশঙ্কাও বাড়ে।

Advertisement

• ব্রাশে ঢাকা পরিয়ে রাখছেন কি? তা না হলেও ব্রাশে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা বাড়ে। কিন্তু ব্রাশের ঢাকাও মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে। না হলে ঢাকা পরিয়ে রেখেও কোনও লাভ হবে না।

• একাধিক টুথব্রাশ কি একসঙ্গে রেখে দিচ্ছেন? এটিও মোটেই স্বাস্থ্যকর নয়। কারণ এতে এক টুথব্রাশ থেকে অন্য টুথব্রাশে জীবাণু ছড়ায়।

Advertisement
আরও পড়ুন