Indian Budget 2023-24

ফোনের দাম কমছে! ঘরের প্রয়োজনীয় আর কোন জিনিস সস্তা হল? দাম বাড়ল কিসের?

বৈদ্যুতিন যন্ত্রপাতির দাম বাড়ল না কমল? এ বারের বাজেট কী ইঙ্গিত দিচ্ছে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০
Symbolic image of electronics gadgets

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে দাম কমছে কিসের? ছবি- সংগৃহীত

বাজেটের দিকে তাকিয়ে যাঁরা রোজের ব্যবহারের জিনিসপত্র কেনার চিন্তাভাবনা করে থাকেন, বেশ কিছু ক্ষেত্রে তাঁদের স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কমতে চলেছে মোবাইল ফোনের দাম। সঙ্গে টেলিভিশনের দামও কমবে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

এলইডি টেলিভিশন এবং মোবাইল ফোনের কিছু কিছু যন্ত্রাংশের দাম কমার কথা ঘোষণা করা হয়েছে বুধবারের বাজেটে। যার ফলে আশা করা হচ্ছে, দাম কমবে নিত্য ব্যবহার্য এই জিনিসগুলির। ক্যামেরার লেন্সের দাম কমার কথাও জানানো হয়েছে বাজেটে। অর্থাৎ, ক্যামেরার দাম খানিকটা কমবে বলেই আশা।

তবে নতুন বাজেট অনুযায়ী দাম বাড়ছে রান্নাঘরের চিমনির। রান্নাঘরের এই প্রয়োজনীয় যন্ত্রটির বিভিন্ন যন্ত্রাংশের উপর শুল্ক বেড়েছে ১৫ শতাংশ। এর আগে এই শুল্ক ছিল ৭.৫ শতাংশ। তা এ বার প্রায় দ্বিগুণ হল। ফলে হেঁশেলের এই জিনিসটির দামে তার অনেকটাই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement