How to Declutter Email Inbox

বেছে বেছে অপ্রয়োজনীয় মেল ডিলিট করার ধৈর্য নেই? এক কোপে অবাঞ্ছিত মেলের প্রবেশ রুখে দেওয়া যায়

অসংখ্য মেলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেল ডিলিট করা সময়সাপেক্ষ। তবে ডিলিট ব্যতীত অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৬:১৫
Gmail

অজস্র মেলের অবাধ প্রবেশ রুখবেন কী করে? ছবি: সংগৃহীত।

সকালবেলা চোখ খুলে সমাজমাধ্যমে ঢুঁ মারার পাশাপাশি আরও একটি কাজ থাকে। সেটি হল বেছে বেছে অপ্রয়োজনীয় মেল ডিলিট করা। না হলে ইনবক্সের সীমিত জায়গার মধ্যে প্রয়োজনীয় নতুন মেল ঢুকবে না। এ দিকে ফোনের মেল বাক্সটাই যে ছোটখাটো একটা অফিস! কাজের-অকাজের যত রাজ্যের মেল আসতে থাকে দিন জুড়ে। কিন্তু অপ্রয়োজনীয় মেলের ভিড়ে কাজের মেল খুঁজে পাওয়া তো বেশ ঝক্কির! তা হলে কী করবেন?

Advertisement

অসংখ্য মেলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেল ডিলিট করা সময়সাপেক্ষ। প্রযুক্তি বিশারদেরা বলছেন, ডিলিট করা ছাড়া অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে। জেনে নিন কী ভাবে তা করতে হয়।

১) মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মেল খুলুন।

২) বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেল বন্ধ করার জন্য প্রথমেই তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩) তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনও একটি মেল খুলে নিন।

৪) ওই পাতাটির একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫) সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬) তার পর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ হবে সহজেই।

Advertisement
আরও পড়ুন