Skin and Hair Care Tips

অনলাইন প্রসাধনী কিনতে গিয়ে চোখে পড়েছে গাজর-তেল, তা কী ভাবে মাখে জানেন?

গাজর তেল পাওয়া যাচ্ছে প্রসাধনীর দোকানে। বিভিন্ন দামের, মানের তেল মিলছে। কিন্তু জানেন কি, সেটি কী ভাবে ব্যবহার করে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৯:২২
গাজর তেল কী ভাবে মাখবেন?

গাজর তেল কী ভাবে মাখবেন? ছবি:ফ্রিপিক।

শীতের সব্জি গাজর। ভিটামিন এ, বি, কে, সি-তে ভরপুর সব্জিটির গুণও অনেকে। স্যালাডে কাঁচা অবস্থায় আবার স্যুপ থেকে তরকারি— নানা ভাবেই গাজর খাওয়া হয়।

Advertisement

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গাজর উপকারী। কিন্তু ত্বক এবং চুলের জন্য গাজর-তেলও ভাল, জানেন কি? তা কখনও মেখে দেখেছেন কি এটি?

ইদানীং প্রসাধনী কিনতে লোকজনকে আর দোকানে ছুটতে হয় না। বরং সে সব এখন মেলে এক ক্লিকেই। অনলাইনে প্রসাধনী খুঁজতে গিয়েই কি চোখে পড়েছে গাজর তেল বা ক্যারট সিড অয়েল?

এটি হল এক এক ধরনের এসেনশিয়াল অয়েল, যা গাজরের বীজের নির্যাস দিয়ে তৈরি হয়। গাজরে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্টের গুণ থাকে এতেও। সে কারণেই গাজর তেল ত্বক এবং চুল—দুইয়ের জন্য উপকারী। যে কোনও এসেনশিয়াল অয়েল সরাসরি ব্যবহার করা যায় না। সেগুলি হয় ক্যারিয়ার অয়েল বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হয়।

ত্বক এবং চুলের যত্নে কী ভাবে বানাবেন মাস্ক?

· ১ টেবিল চামচ কাঠবাদামের তেলের মধ্যে কয়েক ফোঁটা গাজরের তেল মিশিয়ে নিন। একটি ডিমের সাদা অংশের সঙ্গে তেল, কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে মাখুন। ত্বক আর্দ্র রাখতে, ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে এবং মুখের চামড়া টানটান রাখতে সাহায্য করবে মাস্কটি।

· চুল ঝরা রুখতে, মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে গাজর তেল অত্যন্ত উপকারী। চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে এটি। ৪ টেবিল চামচ টক দইয়ে ৮-১০ ফোঁটা গাজর-তেল মিশিয়ে দিন। যোগ করুন ১ চা-চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে মাথায় মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

Advertisement
আরও পড়ুন