Hair care

Long Hair: পুরুষরা যদি লম্বা চুল রাখতে চান, তার যত্ন নেবেন কী ভাবে

বিশেষ করে যে পুরুষরা লম্বা চুল রাখতে চান, তাঁরা কী ভাবে চুলের যত্ন নেবেন? রইল সেই পরামর্শ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পুরুষ আর মহিলাদের চুলের গড়নে সামান্য হলেও পার্থক্য আছে। হরমোনের পার্থক্যের কারণেও নারী এবং পুরুষের চুলের বৃদ্ধির হার এবং গোড়াও কিছুটা আলাদা হতে পারে। তাই মহিলারা যে ভাবে চুলের যত্ন নেন, পুরুষদের ক্ষেত্রে যত্নের ধরন তার থেকে একটু অন্য রকম হতে পারে। বিশেষ করে যে পুরুষরা লম্বা চুল রাখতে চান, তাঁরা কী ভাবে চুলের যত্ন নেবেন? রইল সেই পরামর্শ।

• বহু পুরুষে়র চুলের গোড়া বয়স বাড়লে দুর্বল হয়ে যায়। তাই লম্বা চুল রাখতে হলে তাঁদের দরকার নিয়মিত উষ্ণ তেল মালিশ। স্নানের ১০ মিনিট আগে এই মালিশ চুলের গোড়া শক্ত করবে।

• শুধু মালিশেই হবে না। শ্যাম্পু করার পরে প্রতি বারই কন্ডিশনার ব্যবহার করতে হবে।

Advertisement

• শ্যাম্পু করার পরে সপ্তাহে অন্তত দু’বার অ্যাপল সিডার ভিনিগার চুলে ব্যবহার করতে হবে। তিন ভাগ ভিনিগারের সঙ্গে এক ভাগ জল মিশিয়ে স্প্রে করার বোতলে ভরে নিয়ে হাল্কা করে চুলে স্প্রে করতে হবে।

• লম্বা চুল রাখতে চাইলে ছেলেদের গরম জল মাথায় দেওয়া উচিত নয়। স্নানের সময়ে মাথায় ঠান্ডা জলই ঢালা উচিত।

• বহু পুরুষের লম্বা চুলের ডগা ফেটে যায়। এই কারণে নিয়মিত চুলের ডগা ছাঁটা উচিত। না হলে চুল অবিন্যস্ত হয়ে যাবে।

• মানসিক চাপ ছেলেদের চুল উঠে যাওয়ার বড় কারণ। কোনও পুরুষ লম্বা চুল রাখতে চাইলে চেষ্টা করুন মানসিক চাপ এড়িয়ে চলতে।

• লম্বা চুল রাখার জন্য দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খাওয়া দরকার। না হলে চুল শুকিয়ে যেতে পারে। তাতে চুল ওঠার আশঙ্কা বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement